লটারি রাতারাতি ফেরাল ভাগ্য, কোটি টাকা জিতলেন চা শ্রমিক দম্পতি
প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
অরূপ বসাক, মালবাজার: চা বাগানের শ্রমিক থেকে কোটি টাকার মালিক! লটারির টিকিট কেটে রাতারাতি ভাগ্য বদলে গেল মালব্লকের দম্পতির। খবর পাওয়ামাত্রই উচ্ছ্বাসে ভেসেছেন তাঁরা।
জানা গিয়েছে, মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওদলাবাড়ি চা বাগান। সেখানকার শ্রমিক মহল্লার বাসিন্দা কবিতা ওঁরাও ও তাঁর স্বামী। চা শ্রমিকের কাজ করে যৎসামান্য যা উপার্জন হয়, তা দিয়েই কোনওরকমে চলে সংসার। বুধবার বিকেলে ওদলাবাড়ি বাজার এলাকার এক দোকান থেকে লটারির টিকিট কিনেছিলেন ওই দম্পতি। ভাবতেও পারেননি এই টিকিটই ফেরাবে ভাগ্য। কিন্তু ভাগ্যে যা আছে, তা তো হবেই। রাতেই মেলে সুখবর। জানতে পারেন, কোটি টাকা জিতেছেন তাঁরা।
স্বাভাবিকভাবেই আনন্দে-উত্তেজনায় নির্ঘুম কাটে রাত। বৃহস্পতিবার মালবাজার থানার দ্বারস্থ হন দম্পতি। নিজের কেনা টিকিট দেখান। এবার কতক্ষণে অর্থ হাতে পাবেন, সেই অপেক্ষায় দম্পতি। তাঁরা জানিয়েছে, এই অর্থ পেলে বাড়ি করবেন। কিছু শখ পূরণ করবেন। আর বাকি টাকা সঞ্চয় করবেন ভবিষ্যতের জন্য। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও মালবাজার শহরের একাধিক ব্যক্তি লটারিতে কোটি টাকা জিতেছেন।