• কলকাতা মেট্রোর টানেল থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, ঘনীভূত রহস্য
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • স্বাধীনতা দিবসে চাঞ্চল্য ছড়াল শহরে। কলকাতা মেট্রোর সুড়ঙ্গ থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। এই ঘটনায় মেট্রোর নিরাপত্তা নিয়ে ফের উঠছে প্রশ্ন।

    জানা গিয়েছে, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১১২ মিটার দূরত্বে, এসপ্ল্যানেডমুখী টানেলে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। কী ভাবে ওই যুবক ওখানে পৌঁছলেন তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি নজরে আসে বলে খবর।

    পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত সোয়া ২টো নাগাদ RPF-এর হেল্পলাইন মারফত খবর আসে নিউ মার্কেট থানায়। RPF-এর তরফে পুলিশকে জানানো হয় যে, পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, মৃতের বয়স আনুমানিক ২৫-৩০। তাঁর ডান হাতের কব্জিতে পোড়ার চিহ্ন রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। যুবকের পরিচয় জানতে তাঁর ছবি কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সব থানায় পাঠানো হয়েছে।

    মেট্রো স্টেশন চত্বরে সিসিটিভি-র নজরদারি ও কড়া নিরাপত্তা এড়িয়ে কী ভাবে ওই যুবক সুড়ঙ্গে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই হাইঅ্যালার্ট জারি ছিল সর্বত্র। তা সত্ত্বেও কী ভাবে এমন ঘটনা ঘটল সেই নিয়ে উঠছে প্রশ্ন। কখন ওই যুবক সুড়ঙ্গে গেলেন তা জানতে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত ফুটেজ।

    উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরেও ঘটেছিল এমন ঘটনা। সে বার রবীন্দ্র সরোবর স্টেশন থেকে সাড়ে ৭০০ মিটার এবং টালিগঞ্জ স্টেশন থেকে এক কিলোমিটার দূরে টানেলের মধ্যে পাওয়া গিয়েছিল এক ব্যক্তির দেহ। পরে জানা যায়, মেট্রো কাজে নিযুক্ত চুক্তিভিত্তিক ঠিকা কর্মী ছিলেন তিনি।

  • Link to this news (এই সময়)