• জেলা জুড়ে ভালো কাজের জন্য ঝাড়গ্রামকে পুরস্কার মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • এই সময়: কন্যাশ্রী দিবস পালিত হলো তিন জেলায়। জেলা জুড়ে ভালো কাজের নিরিখে ঝাড়গ্রামকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

    পূর্ব মেদিনীপুরের তমলুকেও পালিত হয় কন্যাশ্রী দিবস। জেলাশাসকের দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার কৃতি কন্যাশ্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে নিজের বাল্যবিবাহ রুখে দাঁড়ানো নন্দীগ্রাম ব্লকের নবম শ্রেণির ছাত্রী কাবেরী মণ্ডলকে সংবর্ধনা দেওয়া হয়।

    বেস্ট পারফর্মিং কলেজের স্বীকৃতি পায় এগরা সারদা শশীভূষণ কলেজ। কেশপুরে সাতজনকে সম্মানিত করা হয়। মেদিনীপুর থেকে ইংলিশ চ্যানেল জয়ী আফরিন জাবি-সহ চার জনকে কলকাতার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।

  • Link to this news (এই সময়)