• স্বাধীনতা দিবসে DM অফিসে মারাত্মক কাণ্ড, শরীরে ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা, গুরুতর অভিযোগ ব্যবসায়ীর
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • স্বাধীনতা দিবসের দিনে পুরুলিয়ায় জেলাশাসকের দপ্তরে চলছিল অনুষ্ঠান। সেই সময়ে সেখানে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যবসায়ী। সূত্রের খবর, শুক্রবার জাতীয় পতাকা উত্তোলন চলাকালীন হঠাৎ জেলাশাসকের অফিস চত্বরে চলে আসেন পুরুলিয়ার ব্যবসায়ী দীনেশ আগরওয়াল। এর পরে পকেট থেকে একটি ব্লেড বার করে শরীরের বিভিন্ন অংশ কাটতে শুরু করেন তিনি। প্রথমে সবাই হকচকিয়ে যান। এরপর ছুটে আসেন পুলিশকর্মীরা। তাঁকে থামিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

    কিন্তু কেন হঠাৎ আত্মহত্যার চেষ্টা? দীনেশ আগরওয়ালকে বলতে শোনা যায়, ‘এক বোতল রক্তের দাম ২০০ টাকা। আর আমার ৬০ কোটি টাকা নিয়ে নিয়েছে।’ চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি। দায়ী করেছেন জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে। ওই ব্যবসায়ী বলেন, ‘আমার হারানোর কিছু নেই। ফ্ল্যাট, ফ্যাক্টরি সব বিক্রি করে দিতে হয়েছে। ঝালদায় আমার জমি কোনও কারণ ছাড়াই খাস করে দেওয়া হয়েছে। আমি কোনও দুর্নীতিগ্রস্ত লোককে ছাড়ব না। সিবিআই তদন্ত চাই। আমি এর শেষ দেখে ছাড়ব।’

    ওই ব্যবসায়ীর মানসিক অবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে জেলাশাসক রজত নন্দার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বলেন, ‘বিষয়টি ভূমি দপ্তর দেখছে।’ অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর ‘এই সময়’-কে বলেন, ‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ব্যবসায়ী সরকারি জমি নিজের নামে চাইছিলেন। নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তা মেনে চলতে হয়।’

  • Link to this news (এই সময়)