• CISF জওয়ান খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ
    এই সময় | ১৫ আগস্ট ২০২৫
  • এই সময়, আসানসোল: সিআইএসএফ জওয়ানকে খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। গত ২৩ এপ্রিল সিআইএসএফ জওয়ান সুনীল পাসওয়ান খুন হয়েছিলেন বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডোমদোহায়। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার ওই ঘটনায় মূল অভিযুক্ত যুবরাজ সিংকে জুলাইয়ের ২৪ তারিখে মিহিজামে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার তাকে ডোমদোহায় নিয়ে গিয়ে যে ভাবে গুলি চালিয়ে সুনীলকে সে খুন করেছিল, তার পুরো পর্বের পুনর্নির্মাণ করা হলো ব্যাপক পুলিশী নিরাপত্তায়। এ দিন পুনর্নির্মাণের সময়ে যুবরাজ পুলিশকে বলে, ঘটনার দিনে সে সুনীলের জমিতে বসে মাদকের নেশা করছিল।

    সেই সময়ে ওই সিআইএসএফ জওয়ান তাকে গালিগালাজ করেন। উভয়ের বাদানুবাদ শুরু হলে সে প্রথমে হাওয়ায় গুলি চালা। কিন্তু সুনীল ভয় না-পেয়ে তেড়ে আসায় সে তাঁর মাথায় গুলি চালিয়ে পালায়।

  • Link to this news (এই সময়)