• ঝাঁকে ঝাঁকে ভিমরুল ঢুকে পড়ল প্রভাত ফেরিতে, কামড়ে জ্ঞান হারাল কেউ কেউ, বিবরণ দিতে গিয়ে কাঁদছে ছাত্র-ছাত্রীরা...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রভাত ফেরিতে ঢুকে পড়ল ঝাঁকে ঝাঁকে ভিমরুল। হুল ফুটিয়ে দিল ছাত্র-ছাত্রীদের শরীরে। পালানোর চেষ্টা করেও রেহাই পাওয়া যায়নি। তাড়া করে ভিমরুল ফের কামড় বসালো। ঘটনার জেরে এক শিক্ষক-সহ ৩০ জন ছাত্রছাত্রী অসুস্থ। সকলকেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। শুক্রবার ১৫ আগস্ট সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে।  

    জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের তরফে ব্যান্ড ও বাঁশি সহযোগে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। সেই মিছিলে স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও সামিল হয়েছিলেন শিক্ষকরাও। পথে একটি বট গাছের পাশ দিয়ে যখন মিছিল যাচ্ছিল তখনই আচমকা ভিমরুলের ঝাঁক গাছ থেকে উড়ে এসে মিছিল আক্রমণ করে। আচমকা এই আক্রমণে হকচকিয়ে যায় সকলেই। মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। এদিক ওদিক পালাতে শুরু করে সকলেই। কিন্তু পালিয়েও শেষরক্ষা হয়নি। তাড়া করে গিয়ে ভিমরুল হুল ফুটিয়ে দেয় শিক্ষক ও পড়ুয়াদের শরীরে। কান্নাকাটি আর্তনাদে ভরে যায় এলাকা। বিষের জ্বালায় রাস্তাতেই অচেতন হয়ে পড়ে কয়েকজন ছাত্র-ছাত্রী। কোনোরকমে তাদের উদ্ধার করে ওই এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়। 

    ঘটনায় ৩০ জন পড়ুয়া এবং এক শিক্ষক আহত হন ঘটনায়। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের সকলকেই তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় সবং হাসপাতালে। এদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে। ঘটনার জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাছে ভিমরুল ঘরে ঢুকে পড়ে সেই আতঙ্কের জেরে স্থানীয় বাসিন্দারা দরজা জানালা বন্ধ করে নিজেদের ঘরবন্দি করে ফেলেন।

    ঘটনার খবর পেয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া, স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র ও সবং থানার আধিকারিক চঞ্চল সিংহ-সহ অন্যান্যরা আহত ছাত্র-ছাত্রীদের দেখতে সবং হাসপাতালে যান। সেখানে তাঁরা কথা বলেন আহত পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে। আশ্বাস দেন পাশে দাঁড়ানোর। ঘটনা প্রসঙ্গে ওই স্কুলের ছাত্র বুবাই ঘোড়াই বলে, 'সকাল থেকেই স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরপর ব্যান্ড-সহ স্কুলের পক্ষ থেকে একটি প্রভাত ফেরি এলাকায় প্রদক্ষিণ করতে শুরু করে। এরপর ওই বট গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকাই ভিমরুল বেরিয়ে এসে আমাদের কামড়াতে শুরু করে। তখনই আতঙ্কে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা ছোটাছুটি শুরু করে দিই।'

    স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে একটি বট গাছের মধ্যে থেকে মাঝে মাঝে ভিমরুল বেরিয়ে এলেও এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। শুক্রবার এই ঘটনার পর তাঁদের মনে হচ্ছে, ব্যান্ডের বিকট আওয়াজে হয়ত তারা ভয় পেয়ে বা বিরক্ত হয়ে চাক থেকে বেরিয়ে এসে এভাবে আক্রমণ করেছে। তবে সকলেই চাইছেন দ্রুত যেন ওই চাকটি ভেঙে ভিমরুল বাহিনীকে এলাকা ছাড়া করে দেওয়া হয়।
  • Link to this news (আজকাল)