• স্বাধীনতা দিবসের আগে ঐতিহাসিক পদক্ষেপ, কলকাতা মেট্রোর হাসপাতালে চালু হতে চলেছে এই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, জানুন বিস্তারিত...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কলকাতা মেট্রো রেল। দেশের মধ্যে প্রথম কেন্দ্রীয় সরকার ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে (PPP Model) মেট্রো রেলের তপন সিংহ মেমোরিয়াল হাসপাতালে চালু হল আধুনিক কিডনি চিকিৎসা কেন্দ্র। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ কম খরচে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাবেন, এমনটাই জানাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এই প্রকল্পে মেট্রো রেলের পরিকাঠামো এবং নেফ্রো কেয়ারের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একসঙ্গে কাজ করবে। জানানো হয়েছে, নেফ্রোলজিস্ট ডা. প্রতীম সেনগুপ্তর নেতৃত্বে নেফ্রো কেয়ার গোটা দেশে প্রায় ১০ লক্ষ রোগীকে সেবা দেওয়া ও ৩৫০টি উন্নত কিডনি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নিয়েছে। ফলে ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে এই উদ্যোগ নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

    এদিন, হাসপাতালে নেফ্রোলজি বিভাগের উদ্বোধন করেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি. উদয়কুমার রেড্ডি। তপন সিংহ মেমোরিয়াল হাসপাতালে আধুনিক নেফ্রোলজি বিভাগও উদ্বোধনে উপস্থিত ছিলেন মেট্রোরেলের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। জানা গিয়েছে, এই হাসপাতালে থাকবে অত্যাধুনিক হেমোডায়ালাইসিস মেশিন, অনলাইন মনিটরিং সিস্টেম, ডায়াগনস্টিক ল্যাব, ফার্মেসি, এক্স-রে, ইউএসজি এবং অত্যাধুনিক আইসিইউ। মেট্রো রেল কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে উন্নতমানের কিডনি চিকিৎসা পরিষেবা এবং একই সঙ্গে মেট্রো রেলের আর্থিক দিকেও আসবে ইতিবাচক পরিবর্তন।

    পাশাপাশি, এদিন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নতুন রূপে সজ্জিত মেট্রো স্মার্ট কার্ড উদ্বোধন করেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। কলকাতার একটি বেসরকারি সংস্থার সঙ্গে স্মার্ট কার্ড ব্র্যান্ডিংয়ের জন্য চুক্তি করেছে মেট্রো। শীঘ্রই ৩ লক্ষ নতুন স্মার্ট কার্ড যাত্রীদের জন্য উপলব্ধ হবে। এই পদক্ষেপে মেট্রো রেলের অফার রেভিনিউও বৃদ্ধি পাবে। উল্লেখ্য, শুক্রবার স্বাধীনতা দিবসের দিনে বিশেষ পরিষেবা দেওয়া হবে কলকাতা মেট্রোয়। ব্লু লাইন, গ্রীন লাইন–১ এবং গ্রীন লাইন–২ সহ তিন শাখাতেই স্বাভাবিক দিনের তুলনায় কিছুটা কম পরিষেবা চলবে। তবে যাত্রীদের সুবিধার্থে প্রথম ও শেষ ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন আনা হয়নি। জানানো হয়েছে, স্বাধীনতা দিবসে ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া শহিদ ক্ষুদিরাম লাইনে মোট ১৮২টি মেট্রো (৯১ আপ + ৯১ ডাউন) চলবে।

    স্বাভাবিক দিনে যেখানে ২৬২টি ট্রেন চলে। অন্যান্য দিনের মতোই সকাল ৬:৫০ নাগাদ নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো। সকাল ৬:৫৪ নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে প্রথম ট্রেন। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৫৫ নাগাদ। সকাল ৬:৫৫ নাগাদ মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ছাড়বে প্রথম মেট্রো। রাত ৯:২৮ নাগাদ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে শেষ ট্রেন মিলবে। রাত ৯:৩২ নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন পাওয়া যাবে। রাত ৯:৪৪ নাগাদ শহিদ ক্ষুদিরাম ছাড়া মেট্রোটি যাবে দমদম পর্যন্ত।

    তবে রাত ১০.৪০ মিনিটের বিশেষ মেট্রো চালু থাকছে অন্যান্য দিনের মতোই। গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদা-সেক্টর ফাইভ শাখায় স্বাভাবিক দিনে ১০৮টি ট্রেন চললেও স্বাধীনতা দিবসে চলবে ৯২টি পরিষেবা (৪৬ আপ + ৪৬ ডাউন)। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৩৫ নাগাদ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৪০ নাগাদ। োরাত ৯:৩৫ নাগাদ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে।

    রাত ৯:৪০ নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে শেষ ট্রেন। ধর্মতলা হাওড়া শাখায় স্বাভাবিক দিনে ১৩৪টি ট্রেন চললেও আগামীকাল চলবে ১২৪টি পরিষেবা (৬২ আপ + ৬২ ডাউন)। প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬:৩০ নাগাদ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে প্রথম ট্রেন সকাল ৬:৩০ নাগাদ। রাত ৯:৪৫ নাগাদ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যাবে শেষ মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৪৫ নাগাদ। পাশাপাশি, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনেও স্বাভাবিক পরিষেবা চলবে স্বাধীনতা দিবসের দিনে।
  • Link to this news (আজকাল)