• কব্জিতে পোড়া দাগ, লাইনে পড়ে যুবকের দেহ, খাস কলকাতায় মেট্রো-সুড়ঙ্গে রহস্য!...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের সকাল। আর সেই সকালেই এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জোর আলোচনা খাস কলকাতায়। জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের মধ্যরাতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। শুক্রবার ভোররাতে আনুমানিক ২:১৫ নাগাদ পার্ক স্ট্রিট মেট্রো রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১০০ মিটার উত্তর দিকে মেট্রো রেললাইনের ওপর এক অজ্ঞাতপরিচয়, যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁর বয়স ২৫। 

    আরপিএফ (রেলওয়ে প্রোটেকশন ফোর্স) কর্মীরা পার্ক স্ট্রিট ও এসপ্লানেড মেট্রো স্টেশনের মাঝামাঝি (টালিগঞ্জ-দমদম মেট্রো রুটে) রেললাইনের উপর ওই দেহ দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে লালবাজার কন্ট্রোল রুমের অফিসার ইনচার্জকে জানানো হয়। নিউমার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি সকাল ৭টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। 

     নিউ মার্কেট থানার পক্ষ থেকে একটি প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে, ওই যুবকের উপরে কেউ হামলা করেছিল কি না বা কোন অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি না খোঁজ চলছে ওই বিষয়গুলির। জানা গিয়েছে, যুবকের শরীরে কোনও জখম বা গুরুতর আগাহতের চিহ্ন নেই। তবে ডান হাতের কব্জিতে পোড়া দাগ রয়েছে।  কীভাবে আচমকা ওই যুবক সুড়ঙ্গের দিকে গেলেন? তদন্ত শুরু করেছে পুলিশ।

     পুলিশ এমনটাও খতিয়ে দেখছে যে যুবক আত্মহত্যার চেষ্টা করেছিল কি না। এই ঘটনাকে কেন্দ্র করে মেট্রো যাত্রীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পাশাপাশি, মেট্রো ট্র্যাকের নিরাপত্তা ব্যবস্থা এবং অপারেশনাল আওয়ার ছাড়াও সেখানে প্রবেশের প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

    নিউমার্কেট থানায় ইতিমধ্যে ইউডি মামলা দায়ের করা হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি এখনও। পুলিশ তা নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে সংশ্লিষ্ট সকল মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ। শুক্রবারেই সম্পন্ন হবে মৃতদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া।  

    এই প্রসঙ্গে উল্লেখ্য, এর আগেও, বারে বারে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর আগে, ১২ জুলাই, দুপুরের দিকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের আপ লাইনে ট্রেনের সামনে পড়ে যান এক ব্যক্তি। তৎক্ষণাৎ লাইনে বিদ্যুৎ সংযোগ ব্যাহত করে ওই ব্যক্তিকে উদ্ধারের কাজে নামা হয়। ফলে, প্রায় এক ঘণ্টা ব্যাহত ছিল মেট্রো চলাচল। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছিল। এক ঘণ্টা পর বর্তমানে ফের স্বাভাবিক হয়েছে পরিষেবা। তবে এক ঘণ্টায় পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যার মুখে পড়তে হয় বহু যাত্রীকেই। এরা আগেও শহর কলকাতার নানা স্টেশনে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এক এক দিন ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়েছে মেট্রো চলাচল। তাতে বেহস অসুবিধায় পড়েন যাত্রীরা। তবে এবার, একেবারে মেট্রো সুড়োঙ্গে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় উঠে এসেছে একগুচ্ছ প্রশ্ন। 
  • Link to this news (আজকাল)