চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু, রাজ্য সরকারকে দায়ী করছে পরিবার
আজ তক | ১৫ আগস্ট ২০২৫
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল, অসুস্থ হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। মৃত শিক্ষকের নাম সবল সোরেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারের এক হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে সুবলের। পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা সুবল বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিন দুয়েক ধরে বাইপাসের ধারের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে শুক্রবার সকালে মৃত্যু হয় সুবলের।
সুবলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। তাঁদের অভিযোগ, ফের পরীক্ষা দেওয়ার চাপ নিতে পারেননি সুবল। সেই কারণে অসুস্থ হয়ে পড়েন। ১১ অগাস্ট তিনি ব্রেনস্টোকে আক্রান্ত হন।
আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের সরকি গ্রামে। চাকরিসূত্রে স্ত্রী-সন্তানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ভাড়াবাড়িতে থাকতেন সুবল। শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্য ছিলেন সুবল। বিকাশ ভবনের সামনে ধরনা হোক বা নবান্ন অভিযান, সবেতেই থাকতেন। তাঁর মৃত্যুতে সরকারের দিকেই আঙুল তুলেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরিহারা শিক্ষকরা একে একে এসে পৌঁছেচ্ছেন বাইপাসের বেসরকারি হাসপাতালে। পরিবারের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। সংবাদমাধ্যমের সামনে তাঁরা ক্ষোভ উগরে দিচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে।