• রেড রোডে কুচকাওয়াজের সময় অসুস্থ পড়ুয়াদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ১৫ আগস্ট ২০২৫
  • স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে আয়োজিত কুচকাওয়াজ চলাকালীন গরমে অসুস্থ হয়ে পড়ে কয়েক জন পড়ুয়া। তাদের মধ্যে একজনকে ভর্তি করতে হয় এসএসকেএম হাসপাতালে। খবর পেয়েই দ্রুত হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়ুয়াদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী জানান, সকলেই এখন স্থিতিশীল ও সুস্থ রয়েছেন।

    মুখ্যমন্ত্রী বলেন, ‘গরম ও ডিহাইড্রেশনের কারণে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েছিল। একজন ছাত্রী একটু বেশি অসুস্থ ছিল, তার নাম ফতেমা শেখওয়াত। ও টেনশন করছিল। এখন সকলেই ভাল আছে। চিকিৎসকরা দেখছেন। ভয় পাওয়ার কিছু নেই। আমি গিয়ে সকলকে আদর করেছি, মিষ্টি খাইয়েছি।’

    তিনি জানান, ‘অনেকেই না খেয়ে এসেছিল, অনুষ্ঠান নিয়ে উত্তেজনার জন্য খাওয়ার অনিয়ম হয়েছে। আবার সকালের বৃষ্টিতে চুল ভিজে গিয়েছিল, চুল বাঁধা ছিল গার্ডারে, আমি গিয়ে খুলে দিয়েছি। মাথায় হাত বুলিয়ে স্নেহ জানিয়েছি। ভালবাসা পেলে অর্ধেক অসুখ এমনিই সেরে যায়।’

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মোট ৫৩ জন পড়ুয়াকে অসুস্থ অবস্থায় আনা হয় এসএসকেএমে। তবে মাত্র একজনকে ভর্তি করতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, সকল পড়ুয়াকেই চিকিৎসার পর নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অভিভাবকদেরও বিষয়টি জানানো হয়েছে।

    প্রসঙ্গত, এর আগেও গত সোমবার কুচকাওয়াজের মহড়া চলাকালীন কয়েক জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তখনও তাদের মধ্যে কয়েক জনকে এসএসকেএম ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তারাও সুস্থ রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)