ই. গোপী: স্বাধীনতা দিবসের সকালে স্কুলে প্রভাত ফেরি চলছিল। সেইসময়ই ভীমরুলের আক্রমণ। ভীমরুলে কামড়ে আহত ৩০। তারমধ্যে গুরুতর ৭। আজ ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের পক্ষ থেকে ড্রাম সহযোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল।
সেইসময় রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা গ্রাম বাজিয়ে যাওয়ার সময়, আচমকাই ভীমরুলের আক্রমণ। কামড়ে দেয় ভীমরুল। প্রভাত ফেরি ছেড়ে তখন এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকেরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৩০ জন ছাত্রছাত্রী জখম হয়েছেন।তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর আহত। জখম হয়েছেন শিক্ষকরাও।
আহতদের সঙ্গে সঙ্গেই সবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।