• সিঙ্গুরের নার্সের মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক-সহ ২, ময়নাতদন্তের জন্য দেহ কলকাতায়
    প্রতিদিন | ১৫ আগস্ট ২০২৫
  • সুমন করাতি, হুগলি: সিঙ্গুরে বেসরকারি নার্সিহোমের নার্সের রহস্যমৃত্যুতে গ্রেপ্তার ২। নার্সিহোমের মালিক ও যুবতীর প্রেমিককে গ্রেপ্তার হয়েছেন। এদিকে শুক্রবার নার্সের দেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আজ, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহের ময়নাতদন্ত হবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন নার্সিংহোম মালিক সুবীর ঘোড়া। মৃতার প্রেমিক রাধাগোবিন্দ ঘটন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃত রাধাগোবিন্দ ঘটনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত নার্সিং পড়ুয়ার। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই নার্স। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। ধৃতদের ১৪ দিনের হেফাজত চেয়ে আদালতে পেশ করেছে পুলিশ। এদিকে ইতিমধ্যেই শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল থেকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আজ, শুক্রবার দেহের ময়নাতদন্ত হবে বলেই জানা গিয়েছে। নার্সিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নার্সিং হোম ও এলাকায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

    বুধবার রাতে নার্সিংহোম থেকে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তিনদিন আগে বেসরকারি নার্সিহোমে নার্স হিসাবে যোগ দেন যুবতী। পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। নার্সিহোমের মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। মৃত যুবতী নন্দীগ্রামের রায়নগরের বাসিন্দা। গতবছর বেঙ্গালুরু থেকে নার্সিং করেন। জেএনএমের পরীক্ষা দিয়েছিলেন। অভিজ্ঞতা বাড়ানোর জন্য সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স হিসাবে চাকরিতে যোগ দেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)