নিরুফা খাতুন: বঙ্গে বর্ষার একটি ছন্দ আছে। লাগাতার বৃষ্টি। তারপর কিছুটা বিরাম। কিন্তু চলতি বছরে বঙ্গোপসাগরের বিভিন্ন পকেটে লাগাতার নিম্নচাপের জন্য ‘বিরাম’ প্রক্রিয়া হয়নি। তবে আগস্ট মাসে পুরনো প্রক্রিয়া শুরু! আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে অতিভারী বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আবহবিদদের ভাষায়, তা পাসিং সাওয়ার রেইন। উত্তরবঙ্গেও কিছুটা কমবে বৃষ্টি।
উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় স্থলভাগে প্রবেশ করবে। তবে এর সরাসরি প্রভাব বাংলায় নেই। বরং এই নিম্নচাপের টানে মৌসুমি অক্ষরেখা বাংলা ছেড়ে ওড়িশায় এগিয়ে যাবে। মৎস্যজীবীদের উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পাসিং সাওয়ার রেইন হবে দক্ষিণবঙ্গে। আজ, শুক্রবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা চার-পাঁচ জেলায়। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ও হুগলি, বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে।
তবে রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। মঙ্গল ও বুধবারে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে।
আজ, কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিলিমিটার।
অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ওপরের পাঁচ জেলায়। রবিবার ও সোমবার বৃষ্টি কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।