রেড রোডে অসুস্থ ৩৫ পড়ুয়া, বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিয়েছিলেন তাঁরা
হিন্দুস্তান টাইমস | ১৫ আগস্ট ২০২৫
স্বাধীনতা দিবসে প্রতিবারের মতো এবারও রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই আজ অসুস্থ হয় পড়ল ৩৫ জন পড়ুয়া। এরপর সেই অসুস্থ পড়ুয়াদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। রেড রোডে আয়োজিত বিদ্যালয় শিক্ষা বিভাগের পদযাত্রায় অংশ নিয়েছিলেন এই পড়ুয়ারা। এদিকে কী কারণে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছেন, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কড়া রোদেই সেই সব পড়ুয়া অসুস্থ হয়ে থাকতে পারেন।
এদিকে অসুস্থ পড়ুয়াদের দেখতে রেড রোড থেকে হাসাপাতালে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। হাসপাতালে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির আছেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা। এদিকে জানা গিয়েছে, অসুস্থ পড়ুয়াদের চিকিৎসার জন্য উচ্চ পদমর্যাদার চিকিৎসকরা হাসপাতালে আছেন। অসুস্থ শিশুদের শারীরিক পরীক্ষা চলছে। প্রসঙ্গত, আজ সকাল থেকেই রোদ-বৃষ্টির খেলা চলছে কলকাতায়। তবে আবহাওয়া বেশ তপ্ত। বৃষ্টি হলেও তা কয়েক মিনিট স্থায়ী থাকছে। এই পরিস্থিতিতে রোদের তেজ বেশ তীব্র। সেই রোদে বেশিক্ষণ থাকার জেরে পড়ুয়াদের এই অবস্থা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে অসুস্থের সংখ্যাও বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে রিপোর্টে।