আরজি করে ঘটনাস্থল ঘুরে দেখতে চান, ফের হাইকোর্টে অভয়ার বাবা-মা
হিন্দুস্তান টাইমস | ১৫ আগস্ট ২০২৫
আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। ঘটনার সঠিক স্থান সরেজমিনে ঘুরে দেখতে আদালতের অনুমতি চেয়ে তাঁরা নতুন করে আবেদন করেছেন। এর আগেও একই দাবি নিয়ে তাঁরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তবে সেই সময় মামলাটি শিয়ালদা আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাতে মঞ্জুর হয়নি আবেদন।
ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদা আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দেয়। কিন্তু, দাবি ওঠে ফাঁসির। শিয়ালদা আদালত অভয়ার বাবা-মায়ের ঘটনাস্থল পরিদর্শনে আপত্তি জানায়। ফলে নির্যাতিতার বাবা-মায়ের ঘটনাস্থল পরিদর্শনের আবেদন খারিজ হয়। আদালত প্রশ্ন তোলে, তদন্ত চলাকালীন আলাদাভাবে পরিবারের ঘটনাস্থল পরিদর্শনের প্রয়োজন কেন। এমনকি, সিবিআই যখন নিজেই তদন্ত করছে, তখন ব্যক্তিগতভাবে কাউকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া উচিত কি না। তা নিয়েও আপত্তি জানানো হয়।
তবে সিবিআই পক্ষ থেকে জানানো হয়েছিল, তাঁদের এই আবেদনে আপত্তি নেই। এই অবস্থাতেই রাজ্য সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে, মূল মামলার তদন্ত এখনো শেষ হয়নি এবং নতুন করে আবেদন করা আসলে গণমাধ্যমে নজর কেড়ে নেওয়ার চেষ্টা। সঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা-মা। জানা গেছে, আইনজীবীদের সঙ্গে নিয়ে তাঁরা সরাসরি সেই জায়গায় গিয়ে দেখতে চান, যেখানে ঘটেছিল নারকীয় অপরাধ। এর আগে এই আর্জি জানানো হলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। মামলাটি আবার হাই কোর্টে ফিরেছে, যেখানে এই আবেদন নিয়ে ফের শুনানি হবে।
সবশেষে, সমাধান না হওয়ায় নির্যাতিতার বাবা-মা আবার হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আগামী সপ্তাহে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই আবেদন শোনা হতে পারে। আইনজীবীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখার অনুমতিই তাঁদের মূল দাবি।