• যান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল, কতদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক?
    এই সময় | ১৬ আগস্ট ২০২৫
  • শুক্রবার ১০ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হলো। আগামী ১৭ অগস্ট পর্যন্ত সমস্তরকম যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

    জেলা প্রশাসন সূত্রে খবর, জাতীয় সড়কের সেলফিদারা, ২৯ মাইল, ২৭ মাইল-সহ নানা এলাকায় এখনও ধস নামছে। ফলে রাস্তা মেরামতির কাজে বিঘ্ন ঘটছে। ধস সরানোর পরে ফের নতুন করে ধস নামায় রাস্তা ফের অবরুদ্ধ হয়ে পড়ছে। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    গত মঙ্গলবারই ১৫ অগস্ট পর্যন্ত যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময়সীমা বাড়ানো হবে বলে আগেই আশঙ্কা ছিল। সেই আশঙ্কাই সত্যি হলো শুক্রবার। পুজোর আগে বারবার জাতীয় সড়ক বন্ধ থাকায় চিন্তায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। স্বাধীনতা দিবসের ছুটিতে পর্যটক আসার আশা থাকলেও শিলিগুড়ি থেকে সিকিমগামী প্রধান রাস্তা বন্ধ থাকায় সমস্যায় ব্যবসায়ীরা।

    যদিও ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে বিকল্প রাস্তার কথা জানিয়েছে প্রশাসন। গরুবাথান, লাভা, আলগাড়া, পেডং হয়ে ভারী বা পণ্যবাহী গাড়িগুলি যাতায়াত করছে। শিলিগুড়ি থেকে ঘুম হয়ে পেশক রোড হয়ে তিস্তাবাজারে যাচ্ছে ছোট গাড়িগুলি।

  • Link to this news (এই সময়)