• কেন্দ্রীয় হাসপাতালেই ময়নাতদন্তের দাবি পরিবারের, সিঙ্গুরের নার্সের দেহ সংরক্ষণ থাকছে কলকাতার পুলিশ মর্গে
    এই সময় | ১৬ আগস্ট ২০২৫
  • হুগলির সিঙ্গুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত নার্সের ময়নাতদন্ত হোক কেন্দ্রীয় হাসপাতালে। এমনটাই চাইছেন সেই তরুণীর পরিবারের সদস্যরা। আজ, শুক্রবার দেহ কলকাতা পুলিশ মর্গে সংরক্ষণ করে রাখা হবে। রাজ্য প্রশাসনের উপরে ভরসা না রেখেই কেন্দ্রীয় সরকারের কোনও হাসপাতালে ময়নাতদন্ত করা হোক বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

    বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, ‘মৃতার বাবা একজন সক্রিয় বিজেপি কর্মী। ওঁর পরিবারের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। মেয়েটির পরিবার যাতে ন্যায়বিচার পায়, সেটা আমাদের দেখার দায়িত্ব।’

    শুক্রবার দুপুরে শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে মৃত তরুণীর দেহ কলকাতায় নিয়ে আসা হয়। এর পরেই দফায় দফায় কলকাতা পুলিশের মর্গের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সিপিএম-বিজেপি কর্মীরা। সিপিএমের তরফে দাবি করা হয়, ‘বিজেপি এখানে এসে গন্ডগোল পাকাতে চাইছে। সরকারকে সুবিধা করে দিচ্ছে আত্মহত্যার তত্ত্বে সিলমোহর দেওয়ার জন্য।’

    মৃতার পরিবারের তরফে দাবি করা হয়েছে, কম্যান্ড হাসপাতালে অথবা এইমস হাসপাতালে দেহের ময়নাতদন্ত করা হোক। বৃহস্পতিবারই মৃতার দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ দেখায় সিপিএম, বিজেপির কর্মী-সমর্থকেরা। এ দিন সকালেও একপ্রস্থ উত্তেজনা ছড়ায় ওয়ালশ হাসপাতালের সামনে। এর পর মৃতার দেহ কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসায় হয়।

  • Link to this news (এই সময়)