• পদ্মশ্রী বুলা চৌধুরির বাড়িতে চুরি, মূল্যবান মেডেল নিয়ে পালাল চোর...
    আজকাল | ১৬ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সাঁতারু বুলা চৌধুরির বাড়িতে চুরি। ইংলিশ চ্যানেল জয়ী পদ্মশ্রী পদক প্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরির বাড়িতে দুঃসাহসিক চুরি। হিন্দমোটরের দেবাইপুকুর রোডে তাঁর আদি বাড়ি রয়েছে। স্বাধীনতা দিবসের দিন সেই বাড়িতেই চুরির খবর পাওয়া গিয়েছে। 

    ইতিমধ্যেই উত্তরপাড়া থানায় চুরির মামলা রুজু হয়েছে। জানা গিয়েছে, আদি বাড়িতে থাকতেন না বুলা চৌধুরি ও তাঁর পরিবার। অধিকাংশ সময়েই সেটি ফাঁকা থাকত। মালিক না থাকার সুযোগ নিয়েই চোর হানা দিয়েছে বলে অনুমান। ঘটনাস্থল খতিয়ে দেখেছে উত্তরপাড়া থানার পুলিশ।

    প্রসঙ্গত, বুলা চৌধুরির এই পৈতৃক বাড়ি মূলত দেখাশোনা করেন তাঁর ভাই। পুজোর আগে বাড়ি পরিস্কার করানোর নির্দেশ ছিল তাঁর উপর। কিন্তু বাড়ি পরিস্কারের জন্য গেট খুলে ভিতরে ঢুকতেই দেখেন এই কাণ্ড। পিছনের গেট ভাঙা ছিল। জানা গিয়েছে, বাড়ি থেকে খোয়া গিয়েছে, সাঁতারুর জেতা সমস্ত পদক, স্মারক। বাথরুমের কল, ঠাকুরঘরের আসবাবও নিয়ে পালিয়েছে চোর। তবে চোর নিতে পারেনি তাঁর পদ্মশ্রী পুরস্কার কারণ সেটি রয়েছে কলকাতার ফ্ল্যাটে।

    ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কলকাতা থেকে হিন্দমোটরের দিকে রওনা দেন বুলা চৌধুরি। সারাজীবনে পাওয়া সমস্ত মেডেল চোর নিয়ে গিয়েছে শুনে ভারাক্রান্ত সাঁতারু। 

    জানা গিয়েছে, এর আগে ৫–৬ বছর পূর্বে বুলা চৌধুরির এই পৈতৃক বাড়িতে চুরি হয়েছিল একাধিক মূল্যবান জিনিসপত্র। তিন বার নাকি এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই বাড়িতেই শুরু বুলা চৌধুরির সাঁতারের কেরিয়ার। দেবাইপুকুরে প্রথম তাঁর সাঁতারে হাতেখড়ি।

    এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বের বাড়িতে চুরির খবর রটে যেতেই তীব্র শোরগোল পড়ে গিয়েছে দেবাইপুকুর এলাকায়। 

    বর্তমানে বুলা চৌধুরি সপরিবারে থাকেন কলকাতার কসবার ফ্ল্যাটে। উত্তরপাড়ার এই বাড়িতে তিনি মাঝেমধ্যে যান। কয়েক মাস আগে তিনি সেখানে গিয়েছিলেন। তারপর থেকে বাড়ি বন্ধই ছিল।

    যদিও পদ্মশ্রী পদক চুরি যায়নি বলেই খবর। সেটি তাঁর কলকাতার ফ্ল্যাটে থাকে। তবে অভিযোগ, চোরেরা নাকি পদ্মশ্রী পুরস্কারের মেমেন্টোও নিয়ে গিয়েছে। গোটা ঘর লণ্ডভণ্ড করে রেখে গেছে চোরেরা। উত্তরপাড়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ। জানা গেছে বুলা চৌধুরির এই বাড়িতে আগেও একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। বারবার একই ঘটনা ঘটায় চিন্তিত পুলিশ প্রশাসন।

    প্রসঙ্গত, সাঁতারু বুলা চৌধুরি নয় বছর বয়সে প্রথম জাতীয় প্রতিযোগিতায় নেমে ৬টি বিভাগে ৬টি স্বর্ণ পদক জেতেন। ১৯৯১ সালে তিনি সাউথ এশিয়ান ফেডারেশন গেমসে ৬টি সোনা জেতেন। ১৯৮৯ সালে তিনি দূরপাল্লার সাঁতার শুরু করেন এবং সেই বছরই ইংলিশ চ্যানেল পার হন। তিনি পদ্মশ্রী ছাড়াও খেলরত্ন ও অর্জুন পুরস্কারও পেয়েছেন তাঁর কৃতিত্বের জন্য।

    এটা ঘটনা, বুলা চৌধুরি পাঁচ বছর বয়সে প্রথম হুগলি জেলার শ্রীরামপুরে সাঁতার প্রশিক্ষণ নেন পিতার তত্ত্বাবধানে। ভর্তি হয়েছিলেন শ্রীরামপুর সুইমিং স্কুলে। বাড়ি থেকে অনেক দূরে হওয়ায় প্রতিদিন বাসে, ট্রেনে করে যেতে হত। ভোর সাড়ে তিনটে–চারটে নাগাদ ঘুম থেকে উঠে দৌড়তে যেতেন বুলা। তারপর বাড়ি এসে আবার ঘুমিয়ে পড়তেন। বাড়িতে পুকুর ছিল। সেখানেও সাঁতার কেটেছেন। সেই বুলা চৌধুরির আদি বাড়িতেই ফের হল চুরি। ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

    প্রসঙ্গত, বুলা চৌধুরির হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িটির নাম ‘‌সুন্দর বাড়ি’‌। হিন্দমোটরে তাঁর দাদা, বৌদি এবং ছোট ভাই থাকেন। 

     
  • Link to this news (আজকাল)