সপ্তাহশেষে ছুটির মেজাজে রাজ্য সরকারের কর্মীরা। শুক্রবার, ১৫ আগস্ট থাকছে স্বাধীনতা দিবসের ছুটি। তারপরের দিন শনিবার, তাই সব সরকারি দপ্তর খোলা থাকার কথা। কিন্তু শনিবার আবার জন্মাষ্টমী। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে সব সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে।
রাজ্য সরকারের অর্থদপ্তর থেকে বৃহস্পতিবার এই ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শনিবার জন্মাষ্টমী উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সব সরকারি দপ্তরগুলিতে। শনিবার ছুটি ঘোষণা করার ফলে সপ্তাহের শেষে টানা ৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা।
প্রতি বছর এনআই অ্যাক্টের আওতায় সরকারের পক্ষ থেকে ছুটি দেওয়া হয় জন্মাষ্টমীর দিন। বিভিন্ন জরুরি পরিষেবাও এই ছুটির আওতার মধ্যে পড়ে। রাজ্য সরকারের সব দপ্তরে সেদিন ছুটি দেওয়া হয়। এবছরও নবান্নের অর্থদপ্তরের অতিরিক্ত সচিব পিকে মিশ্র বিজ্ঞপ্তি দিয়েছেন যে, ১৬ আগস্ট শনিবার, রাজ্য সরকারের সমস্ত দপ্তরে ছুটি থাকবে। সমস্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।