অরিজিৎ গুপ্ত, হাওড়া: স্বাধীনতা দিবসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে গ্রেপ্তার বাংলাদেশি। গোলাবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে ভুয়ো কাগজপত্র দেখিয়ে আধার কার্ড তৈরি করে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম মিজান মিঞা। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। প্রায় ২২ বছর আগে ভারতে প্রবেশ করে ত্রিপুরায় ছিল। পুলিশ মিজানকে গ্রেপ্তার করে ফরেনার্স অ্যাক্টে মামলা রজু করেছে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তুলে মিজানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। মিজানকে আরও জিজ্ঞাসাবাদের জন্যই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে গোলাবাড়ি থানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান পুলিশকে জানিয়েছে, ২২ বছর আগে ত্রিপুরায় এসে আগরতলার একটি মেয়েকে বিয়ে করে। তার একটি কন্যাসন্তানও রয়েছে। ত্রিপুরার ওই মেয়েটিকে বিয়ে করার পরই ভারতে আসে। আধার কার্ড তৈরি করে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায় মিজান।
পুলিশ সূত্রে খবর, ভুয়ো কাগজপত্র দেখিয়ে আধার কার্ড তৈরি করে সে। তবে এদিন পুলিশকে ওই ব্যক্তি কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। কী কারণে মিজান হাওড়ায় এসেছে কিংবা হাওড়া থেকে সে কোথায় যাচ্ছিল সে বিষয়েও স্পষ্ট কোনও তথ্য দিতে পারেনি যুবক। তা তদন্ত করে দেখছে গোলাবাড়ি থানার পুলিশ। মিজান জানিয়েছে, সে আবার বাংলাদেশে ফিরে যেতে চায়।