• ভারত সেবাশ্রম সংঘের মন্মথপুর প্রণব মন্দিরে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসে দক্ষিণ ২৪ পরগণার রবীন্দ্রগ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির সারাদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেন।

    এদিন সকালে সংঘের সন্ন্যাসী, অতিথি ও স্থানীয় গুণীজনদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৯টি বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। প্রদান করা হয় স্বামী প্রণবানন্দ মেরিট অ্যাওয়ার্ড। পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের স্বীকৃতি হিসেবে ৫০ বছরের ঊর্ধ্বে ৭৯টি দম্পতিকে স্বামী প্রণবানন্দ যুগল সেবা সম্মান দেওয়া হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের স্বামী অন্বেষানন্দজী, স্বামী দেবেশানন্দ ও স্বামী হৃদয়ানন্দ। এছাড়াও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আচার্য সঞ্জয় চক্রবর্তী, লেখক ও গীতিকবি অনুভব হাজরা, হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ শচীন গিরি, স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান প্রমুখ অনুষ্ঠানে সামিল ছিলেন।
  • Link to this news (প্রতিদিন)