• কলকাতা মেডিক্যালে সিঙ্গুরের নার্সের ময়নাতদন্ত ঘিরে তুমুল উত্তেজনা, সংঘর্ষে জড়াল সিপিএম-বিজেপি
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঙ্গুরের নার্সের মৃত্যুর আঁচ কলকাতায়। মৃতার দেহ নিয়ে বিজেপি ও সিপিএমের মধ্যে টানাটানি, ধস্তাধস্তি। দেহের দখলদারি নিয়ে সংঘর্ষে বিজেপি-সিপিএম। ময়নাতদন্ত কোথায় হবে তা নিয়ে ধুন্ধুমার মেডিক্যাল কলেজের সামনে। 

    শুক্রবার শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দেহ পৌঁছতেই হাসপাতালের মর্গের সামনে ভিড় জমান বিজেপি ও সিপিএমের নেতারা। লাশের অধিকার কাদের তা নিয়ে বচসায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিপক্ষ দল তৃণমূলকে সাহায্য করতে বচসা বাধাচ্ছে। যখন মেয়ের লাশ কারা নিয়ে যাবে বলে হাতাহাতিতে জড়াচ্ছে, সেই সময় অসহায় অবস্থায় গাড়িতে বসে থাকতে দেখা যায় মৃতার পরিবারকে। কোনও রকমে পরিস্থিতি সামল দেয় পুলিশ। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানা গিয়েছে। এদিকে আবার অভিযোগ উঠছে নার্সের দেহ জোড় করে কলকাতায় পাঠানো হয়েছে।

    বুধবার সিঙ্গুরের এক বেসরকারি নার্সিংহোমে ঝুলন্ত দেহ উদ্ধার হয় এক ট্রেনি নার্সের। পরিবার অভিযোগ তোলে তাঁদের মেয়ে খুন করা হয়েছে।  অভিযোগের তীর ছিল নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ মৃতার প্রেমিক ও নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন নার্সিংহোম মালিক সুবীর ঘোড়া। মৃতার প্রেমিক রাধাগোবিন্দ ঘটন। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, ধৃত রাধাগোবিন্দ ঘটনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নিহত নার্সিং পড়ুয়ার। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের এগরা এলাকায়। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে না করায় মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন ওই নার্স। এদিকে ঘটনার দিন রাতে নার্সের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও উঠেছে। সব দিক খতিয়ে দেখছে  পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)