রেড রোডে কুচকাওয়াজের সময় অসুস্থ বেশ কয়েক জন পড়ুয়া! এসএসকেএমে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা
আনন্দবাজার | ১৫ আগস্ট ২০২৫
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে যোগ দেওয়ার পরে অসুস্থ হয়ে পড়ল কয়েক জন পড়ুয়া। তড়িঘড়ি তাদের সকলকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। খবর পেয়েই পড়ুয়াদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে জানান, ভয়ের কিছু নেই। গরমে কয়েক জন অসুস্থ হয়ে পড়েছিল। এখন সকলেই ঠিক আছে। এক ছাত্রী একটু বেশি অসুস্থ। তাকে চিকিৎসকেরা দেখছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় ৫৩ জনকে আনা হয়। তবে তাদের মধ্যে এক জন পড়ুয়াকে ভর্তি করতে হয়েছে।
শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে কুচকাওয়াজের আয়োজন হয়েছিল সকালে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতাও। হঠাৎ করে বেশ কয়েক জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। দেরি না-করে তাদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু ক্ষণ পরে এসএসকেএমে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের দেখে বেরিয়ে তিনি বলেন, ‘‘গরমে একটু অসুবিধা হয়েছে। চিন্তার কিছু নেই। সবাইকে মিষ্টি খাইয়ে আদর করে এসেছি।’’ মমতার কথায়, ‘‘সকালে খাবার দেওয়া হয়েছিল। তবে প্রোগ্রাম থাকলে অনেকের টেনশন হয়। না-খেয়েছিল। অনেকের ডিহাইড্রেশনের সমস্যা ছিল। এক জনকে দেখে অন্যেরা অসুস্থ বোধ করে। এটা মানসিক ব্যাপার। তবে এখন সকলেই ভাল আছে।’’ তিনি জানান, সকালে একটু বৃষ্টি হয়েছে। চুল ভিজে গিয়েছে ছাত্রীদের।
মুখ্যমন্ত্রী ওই পড়ুয়াদের শারীরিক অবস্থা নিয়ে বলেন, ‘‘ওদের চুলগুলো গার্ডার দিয়ে বাঁধা ছিল। আমি গিয়ে খুলে দিয়েছি। মাথায় হাত বুলিয়ে একটু আদর করে দিলাম সকলকে। লাঞ্চ খেয়েছে সবাই। ফতেমা শেখওয়াত নামে এক ছাত্রী একটু বেশি অসুস্থ। বেশি টেনশন করছিল ও। আমি যখন গিয়েছিলাম একটু অসুস্থ ছিল। এখন সকলেই ‘স্টেবল।’ চিকিৎসকেরা আছেন। সকলেই রয়েছেন। চিন্তার কিছু নেই।’’ মমতার সংযোজন, ‘‘ভালবেসেই অর্ধেক লোক ভাল হয়ে যাবে। ৩৯ জন এসেছিল। তাদের মধ্যে একজন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল। আমি ১০ মিনিট মাথায় হাত বুলিয়ে দিয়েছি।’’
মুখ্যমন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সমস্ত পড়ুয়াই ভাল আছে। সকলের সঙ্গে তিনি আলাদা আলাদা করে দেখা করেছেন। বেশ কয়েক’টি স্কুলের পড়ুয়া যোগ দিয়েছিল কুচকাওয়াজে। হাসপাতাল থেকে ছাড়ার পরে সকলকেই প্রশাসন উদ্যোগী হয়ে বাড়ি পৌঁছে দেবে। পড়ুয়াদের অভিভাবকদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রেড রোডে মহড়ায় সময়েও অসুস্থ হয়ে পড়েছিল কয়েক জন ছাত্রী। তাদের কয়েক জনকে এসএসকেএমে এবং বাকিদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সকলেই সুস্থ রয়েছে বলে খবর।