• চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকের মৃত্যু! সরকার ও বিচারব্যবস্থার দিকে আঙুল তুলছেন আন্দোলনকারীরা
    আনন্দবাজার | ১৫ আগস্ট ২০২৫
  • সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মধ্যে ছিলেন তিনি। আন্দোলনের অন্যতম ‘মুখ’ হয়ে উঠেছিলেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারের এক হাসপাতালে মৃত্যু হল সুবল সোরেন নামে সেই ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকের। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে তাঁর।

    সুবল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। দিন কয়েক আগে বছর পঁয়ত্রিশের এই চাকরিহারা শিক্ষক অসুস্থ হয়ে পড়েন বাড়িতে। তাঁকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিন দুয়েক ধরে বাইপাসের ধারের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থাতে মৃত্যু হয় সুবলের।

    সুবলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। তাঁদের দাবি, আবার নিয়োগ পরীক্ষা দেওয়ার চাপ নিতে পারেননি সুবল। সেই থেকে অসুস্থ হয়ে পড়েন। দিন দুয়েক আগে ‘ব্রেনস্টোকে’ আক্রান্ত হন তিনি।

    ডেবরার বাসিন্দা হলেও কলকাতার রাজপথে প্রায় সব আন্দোলনেই থাকতেন সুবল। আন্দোলনকারীদের দাবি, ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্য ছিলেন সুবল। ডেবরা থেকে ধামসা, মাদল নিয়ে চলে আসতেন আন্দোলনের মঞ্চে। শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম নেতা মেহবুব মণ্ডল বলেন, ‘‘সরকার, বিচারব্যবস্থা এবং রাষ্ট্র চক্রান্ত করে হত্যা করেছে সুবলকে। আজকের স্বাধীনতা দিবসে আমরাই পরাধীন।’’
  • Link to this news (আনন্দবাজার)