• চলতি মাসের মধ্যেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয় পাবে স্থায়ী উপাচার্য, আশা ব্রাত্যের
    হিন্দুস্তান টাইমস | ১৬ আগস্ট ২০২৫
  • চলতি মাসের মধ্যেই রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এমনটাই আশাবাদী রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেন তিনি। সেই অনুষ্ঠান শেষে তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৮ অগস্টের মধ্যে রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব নিয়োগ সম্পন্ন হবে।


    শিক্ষামন্ত্রী আরও বলেন, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব দূর করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর কথায়, ফল দ্রুত প্রকাশের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। কিন্তু ধারণা ছিল না যে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা হতে পারে। এই আইনি জট কাটিয়ে যত দ্রুত সম্ভব জয়েন্টের ফল প্রকাশ করা হবে।

    উল্লেখযোগ্যভাবে, এখনও ১৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ চূড়ান্ত বাকি রয়েছে। এই প্রক্রিয়া দ্রুত শেষ করতে আগামী ১৯ থেকে ২১ অগস্ট কলকাতায় বৈঠকে বসবে ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সার্চ কমিটি। আগেই শীর্ষ আদালতে রাজ্যপালের তরফে অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি স্পষ্ট করে জানিয়েছিলেন, উপাচার্য নির্বাচনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামত শেষ কথা হতে পারে না। আচার্যের অভিমত ও প্রার্থীদের যোগ্যতাও সমান গুরুত্ব পাবে। যদিও বিচারপতিরা জানিয়ে দেন, প্রাক্তন প্রধান বিচারপতি ললিত যেহেতু প্রত্যেক প্রার্থীর সঙ্গে আলাদা করে কথা বলেছেন এবং তাঁদের যোগ্যতা সম্পর্কে ওতপ্রোতভাবে অবগত, তাই তিনিই চূড়ান্ত সুপারিশ করবেন কে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে উপযুক্ত।

    বিষয়টি নিয়ে রাজ্যের আইনজীবী জয়দীপ গুপ্তও বলেছিলেন, রাজ্যপালের সঙ্গে মতপার্থক্য থাকলে আদালতের দ্বারস্থ হওয়ার পথ খোলা আছে এবং বর্তমানে নিয়োগ প্রক্রিয়া কমিটির অধীনে যথাযথভাবেই সম্পন্ন হচ্ছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ ছিল, বাকি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দেওয়া ‘অর্ডার অফ প্রেফারেন্স’ খতিয়ে দেখবেন প্রাক্তন প্রধান বিচারপতি ললিত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাঁর নেতৃত্বাধীন কমিটিই নেবে। সর্বোচ্চ আদালতের আশা, এই প্রক্রিয়া খুব দ্রুত শেষ করে রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্থিতিশীল নেতৃত্বের আওতায় আনা হবে।

    এদিনের অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন স্টুডিও ও অডিটোরিয়ামের উদ্বোধন করেন ব্রাত্য বসু। প্রয়াত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ এবং ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নামে অডিটোরিয়ামের নামকরণ করা হয়। পাশাপাশি সংসদের নতুন বুকস্টোরও উদ্বোধন করা হয়।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)