• বর্ষা মিটলেই শান্তিপুরে বাড়তি ট্রোমেল মেশিন, দ্বিগুণ গতিতে চলবে আবর্জনা নিষ্কাশন
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৫
  • দীপন ঘোষাল, শান্তিপুর: শান্তিপুরের ডাম্পিং গ্রাউন্ডে বসছে অতিরিক্ত ট্রোমেল মেশিন। বর্ষা মিটলে বাড়তি এই পরিকাঠামো বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে একধাক্কায় অনেকটাই বেড়ে যাবে দৈনন্দিন আবর্জনা নিষ্কাশনের পরিমাণ। কারণ গত চার মাসে জমে থাকা মোট ৯২ হাজার মেট্রিক টন আবর্জনার মধ্যে এখনও ২০ হাজার মেট্রিক টন আবর্জনাও নিষ্কাশন করা সম্ভব হয়নি।     শান্তিপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের হরিপুর স্ট্রিটে বহু বছর ধরে রয়েছে শহরের একমাত্র ডাম্পিং গ্রাউন্ড। দীর্ঘ সময় ধরে এই স্থানেই জমা হয়েছে শহরের সমস্ত কঠিন বর্জ্য। কিন্তু এতদিন এর নিষ্কাশন বা পুনর্ব্যবহারযোগ্য করার মতো কোনো ব্যবস্থা ছিল না। প্রায় বছরখানেক আগে সুডার তত্ত্বাবধানে ওই দায়িত্ব পায় একটি বেসরকারি সংস্থা। তাদের কাজ—ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকা প্রায় ৯২ হাজার টন আবর্জনা অপসারণ এবং তা সরিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি এলাকায় আধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের পরিকাঠামো গড়ে তোলা। প্রাথমিকভাবে একটি ট্রোমেল মেশিন দিয়ে প্রতিদিন প্রায় ২৫০ টন বর্জ্য নিষ্কাশন করা হচ্ছিল। তবে বর্ষার জন্য কাজের গতি কিছুটা কমে যায়। গত মাসে মোট ১৯,৩০৫ টন বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের নভেম্বরের মধ্যে পুরো কাজ শেষ করার লক্ষ্য থাকলেও, বর্তমানে যে গতিতে কাজ চলছে তাতে আশঙ্কা তৈরি হয়েছে সময়সীমা মেনে কাজ সম্পন্ন না হওয়ার। এই পরিস্থিতিতে বর্ষা কাটলেই আরও একটি ট্রোমেল মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা ও ভারপ্রাপ্ত সংস্থাটি।  দুইটি মেশিন একসঙ্গে কাজ শুরু করলে প্রতিদিন কমপক্ষে প্রায় ৫০০ টন বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। শুষ্ক মৌসুমে মেশিনের কর্মক্ষমতা আরও বাড়বে, ফলে কাজের গতি দ্বিগুণ হবে। পুরসভা সূত্রের খবর, দ্রুত আবর্জনা কমানোই এখন তাদের প্রধান লক্ষ্য, যাতে পরিকল্পিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের পরিকাঠামো দ্রুত সম্পন্ন করা যায়।বিষয়টি নিয়ে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল (হেলথ) শুভজিৎ দে বলেন, দূষণমুক্ত শহর গড়তে শান্তিপুর পুরসভা বদ্ধপরিকর। বর্ষা শেষ হলেই অতিরিক্ত ট্রোমেল মেশিন বসিয়ে দ্বিগুণ গতিতে আবর্জনা অপসারণের কাজ শুরু হবে। এতে ডাম্পিং গ্রাউন্ড দ্রুত খালি হবে এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার পথ প্রশস্ত হবে।
  • Link to this news (বর্তমান)