রামকুমার আচার্য্য, আরামবাগ: বেহাল রাস্তা। তার সঙ্গে দোসর হয়েছে ধুলো। আরামবাগ শহরে দুই যন্ত্রণার জোড়া ফলায় নাজেহাল বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে গিয়েছে আরামবাগ শহরের বহু রাস্তা। মেরামতি না হওয়ায় যাতায়াত নিয়ে ব্যাপক সমস্যায় পড়ছেন বাসিন্দারা। একইসঙ্গে বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় ধুলোর যন্ত্রনাতেও অতিষ্ঠ বাসিন্দারা। যদিও এই ব্যাপারে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, এখন বর্ষা। দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে রাস্তা নির্মাণের কাজ করলে তা নস্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পুজোর আগে রাস্তা ঘাট মেরামতি করা হবে। পিচ ও কংক্রিট মিলিয়ে রাস্তা নির্মাণ হবে। পূর্ত দপ্তরের আরামবাগ মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিখিলশ দে বলেন, গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত রাস্তা নতুন করে নির্মাণের প্রস্তাব রাজ্যে পাঠানো হয়েছে। অনুমোদন মিললে কাজ শুরু হবে। তবে ধুলো ওড়া রুখতে জল ছড়াতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগের গৌরহাটি মোড় বাসুদেবপুর মোড় হয়ে রাজ্য সড়ক গিয়েছে কলকাতায়। কিন্তু গৌরহাটি মোড় থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত কয়েকশো মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। সম্প্রতি সড়ক পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ হয়ে কামারপুকুরে যান। সেইসময় পূর্ত দপ্তর জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতি করে। কিন্তু মুখ্যমন্ত্রীর সফর শেষ হতেই ফের বেহাল হয়ে পড়েছে রাস্তার ওই অংশ। তারসঙ্গে ধুলোর যন্ত্রনাতেও নাজেহাল হয়ে পড়ছেন বাসিন্দা ও পথচারীরা। অন্যদিকে, আরামবাগ শহরের মধ্যে বহু রাস্তা বেহাল হয়ে রয়েছে। বৃষ্টি হলে সেখানে জলও জমে থাকছে। আরামবাগের বিবেকানন্দ পল্লি এলাকায় বেহাল রাস্তার জেরে হাঁটু সমান জল দাঁড়িয়ে থাকছে রাস্তায়। এছাড়া বসন্তপুর এলাকা থেকে তালতলা বাজার সংলগ্ন দীর্ঘ রাস্তাটিও বিভিন্ন জায়গায় বেহাল হয়ে হয়েছে। বাসুদেবপুর মোড় থেকে তালপুকুর পর্যন্ত রাস্তার একাংশও বেহাল হয়েছে। বাসিন্দারা বলেন, নিত্যদিন বিভিন্ন রাস্তায় স্কুল পড়ুয়ারা যাতায়াত করে। তাছাড়া রোগী নিয়েও যেতে হয়। বেহাল রাস্তার জেরে সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। আরামবাগের বাসিন্দা সুবীর সরকার, রূপম গোস্বামী বলেন, বর্তমানে বাসুদেবপুর মোড় এলাকার ধুলোর যন্ত্রনা সবচেয়ে বেশি সমস্যায় ফেলছে। অত্যধিক ধুলোর জন্য বাইরে থেকে বাড়ি ফিরে ফের স্নান করতে হচ্ছে। শহরের মধ্যে বেহাল রাস্তাগুলিরও সংস্কার প্রয়োজন।