শনিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে ‘খেলা হবে দিবস’ উপলক্ষে সকল ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীকে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন।
শনিবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মুম্বইয়ের ভিখোরোলি এলাকায় প্রবল বৃষ্টিতে ধসে ঘর চাপা পড়ে মৃত ২। গুরুতর জখম ২ জন। শুক্রবার রাত পৌনে তিনটে নাগাদ বর্ষা নগরের জনকল্যাণ সোসাইটিতে দুর্ঘটনা। উদ্ধারকারী দলের লোকজন ধ্বসংস্তূপের তলা থেকে চার জনকে টেনে বের করে হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসকরা দু'জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রবল বৃষ্টিতে পাহাড় থেকে আচমকা ধস নামে। পাহাড়ের তলায় থাকা ঘরে মাটি, পাথর হুড়মুড়িয়ে ঢুকে যায়। তাতেই মৃত্যু হয় দু'জনের।
প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাত থেকে মাঙ্গলিক পুজো শুরু হয়েছে। রাতেই মন্দিরের দেবদেবীদের সাজানো হয়েছে। জন্মদিনে গোপালের অভিষেকের জন্য নিয়ে আসা হয়েছে ১০৮টি তীর্থক্ষেত্রের জল। সেই জল ঢেলে গোপালের অভিষেক অনুষ্ঠানে ভক্তরাও অংশ নিতে পারবেন। আজ শনিবার জন্মাষ্টমীতে সারাদিনই সেখানে পুজোর পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোচনা ফলপ্রসূ। তবে কোনও চুক্তি হয়নি। বৈঠকের পরে এমনটাই জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা অনেক বিষয়েই একমত। তবে কোনও চুক্তি হয়নি।’
শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।