• জন্মাষ্টমীতে কমল সোনার দাম, ২২ ক্যারেট কিনে লাভবান হওয়ার এই সেরা সময়
    আজ তক | ১৬ আগস্ট ২০২৫
  • জন্মাষ্টমীতে একধাক্কায় কমল দাম সোনার দাম। লাগাতার সোনার দামবৃদ্ধির পর আজ অনেকটা স্বস্তি। বেশ খানিকটা কমল সোনার দাম। সোনা কেনার পরিকল্পনা থাকলে এই সুযোগে। আজ কিনলে অনেকটা লাভবান হবেন। তার আগে জেনে নিন আজ সোনার দাম কত?

    কলকাতায় আজ সোনার দাম কত?
    শনিবার, ১৬ অগাস্ট সোনার দাম অনেকটা কমেছে। আজ জন্মাষ্টমীর উৎসব। দেশজুড়ে উৎসবের দিন। এদিন, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১,০১, ২৪০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯২, ৮০০ টাকা। ১৮ ক্যারেটের সোনা কিনলে প্রতি ১০ গ্রাম পাবেন ৭৫ হাজার ৯৩০ টাকায়। জিএসটি এর সঙ্গেই যুক্ত।

    গতকাল ১৫ অগাস্ট ২০২৫-এ ২২ ক্যারেট সোনার দাম ছিল ৯২, ৯০০ টাকা। ২৪ ক্যারেটের দাম ছিল ১, ০১, ৩৫০ টাকা। 

    তবে আগামী কয়েকদিনে সোনার দাম আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে। 

    কয়েক মাস পর ১ লক্ষ ছুঁতে পারে সোনার দাম
    বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম ক্রমাগত কমছে আবার বাড়ছে, তাতে অনুমান করা হচ্ছে যে শীঘ্রই সোনার দাম আবার ১ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে এর পরেও ওঠানামা অব্যাহত থাকবে। 
     
  • Link to this news (আজ তক)