নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃষ্টি পিছু ছাড়ছে না শহর কলকাতার। জন্মাষ্টমীর দিনেও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এমনকি কিছু এলাকায়, হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস।১৫ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট থেকে ১৬ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে মোট বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ০০২.৮ মিলিমিটার। গতকাল আর্দ্রতার মাত্রাও ছিল যথেষ্ট বেশি। সর্বাধিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ। এর ফলে দিনের বেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত ছিল।