জাতীয় পতাকা উত্তোলনের জন্য লোহার খুঁটি পোতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। শুক্রবার স্বাধীনতা দিবসের সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরের একটি বেসরকারি স্কুলের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত মানোয়ার হোসেন (৬০) হাড়োয়ার ঝিঙ্কিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
স্বাধীনতা দিবসের সকালে পতাকা তোলার প্রস্তুতি চলছিল স্কুলে। ১৫ ফুট লম্বা পাইপের মাথায় পতাকা টাঙিয়ে সেটা মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন মানোয়ার। পাশ দিয়ে গিয়েছে বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন তার। স্কুলের এক শিক্ষকের দাবি, ‘‘প্রতি বছরে ওখানেই পতাকা তোলা হয়। শাবল দিয়ে গর্ত খুঁড়ে পাইপটা পুঁততে গিয়ে উপরের অংশটা কোনও ভাবে হেলে গিয়ে ঠেকে ওই বিদ্যুতের তারে।’’ এর পরেই মাটিতে ছিটকে পড়েন মানোয়ার। দ্রুত শিক্ষককে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, এটা নিছক দুর্ঘটনা। তবে পরের বছর অনুষ্ঠানস্থল পরিবর্তনের পরিকল্পনারয়েছে তাঁদের।