• অ্যাপ-নির্ভর স্ক্রুটিনিতে জোর বঙ্গ বিজেপির
    আনন্দবাজার | ১৬ আগস্ট ২০২৫
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সংঘাতের আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে বারবার হুঁশিয়ারির সুরে বলা হয়েছে, বুথ লেভল অফিসারদের (বিএলও) কাজে কড়া নজর রাখবেন দলের বুথ লেভেল এজেন্টরা (বিএলএ)। এ বার বিজেপিও বিএলএ-দের নিয়ে কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে। তবে শুধু খাতায়-কলমে বিএলএ-দের নাম নথিভুক্ত করাই নয়, তাঁদের কাছ থেকে ইতিবাচক ফলাফল পেতে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে অনলাইন স্ক্রুটিনির উপরে নির্ভর করছে গেরুয়া শিবির।

    সম্প্রতি জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কক্ষে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল-সহ শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক করে এই বিষয়ে দিক্‌নির্দেশ চূড়ান্ত করা হয়েছে। বিজেপি সূত্রের খবর, এসআইআর-এর কথা মাথায় রেখে প্রাথমিক ভাবে বিএলএ-১ ও ২’এর তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। বিধানসভাভিত্তিক বিএলএ-১ নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে অন্তত এক জনের নাম চূড়ান্ত হয়েছে। তবে আয়তন ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী কিছু এলাকায় সর্বোচ্চ তিন জন বিএলএ-১ নির্বাচন করা হয়েছে। রাজ্য বিজেপির এক দায়িত্বপ্রাপ্ত নেতা বলেন, “অনেক বিধানসভা আছে, যার অবস্থান নদীর এ পার-ও পারে বিস্তৃত। আবার অনেক বিধানসভার আকার লম্বাটে। সেই সব বিধানসভায় আমাদের একের বেশি বিএলএ নিয়োগকরতে হয়েছে।” কিন্তু সমস্যা হয়েছে বিএলএ-২ নিয়োগে। নিয়ম অনুযায়ী প্রতি বুথে অন্তত এক জন করে বিএলএ নিয়োগ করতে হবে। কিন্তু বিজেপির সাংগঠনিক ক্ষমতায় সর্বসাকুল্যে ৪৩ হাজার বুথে বিএলএ-২ নিয়োগ করা সম্ভব হয়েছে। তবে রাজ্য বিজেপির এক নেতার বক্তব্য, “সবে কাজ শুরু হয়েছে। আমাদের আশা, ৭০ হাজারের কাছাকাছি বুথে বিএলএ-২ নিয়োগ করা সম্ভব হবে।” তবে রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত নেতারা প্রাথমিক বোঝাপড়ার মধ্যে রেখেছেন, খুব প্রয়োজন না পড়লে বুথ সভাপতিদের বিএলএ-২ করা হবে না।

    এর বাইরেও বিকল্প পথ খোলা রাখতে চাইছেন রাজ্য বিজেপির নেতৃত্ব। দলীয় সূত্রের দাবি, বহু জায়গায় ‘সন্ত্রাসে’র কারণে প্রকাশ্যে বিজেপির হয়ে বুথে কাজ করা সম্ভব হবে না। আবার অনেক ক্ষেত্রে বিজেপির সাংগঠনিক শক্তি নেই বুথে গিয়ে কাজ করার মতো। তাই বিকল্প হিসেবে অনলাইনে অ্যাপ-নির্ভর স্ক্রুটিনির পথে হাঁটতে চাইছে তারা। বিজেপির সাংগঠনিক কাজকর্মের জন্য একটি অ্যাপ বহু দিন ধরে রয়েছে। এ বার সেই অ্যাপের মাধ্যমে বুথওয়াড়ি স্ক্রুটিনির তথ্যও পাবেন রাজ্য নেতৃত্ব।

    যাঁরা বিজেপির সক্রিয় সদস্য হিসেবে ওই অ্যাপে নথিভুক্ত রয়েছেন, তাঁরাই বুথের তথ্যের নাগাল পেতে পারবেন। যিনি যে বুথ থেকে বিএলএ-২ হিসেবে নথিভুক্ত থাকবেন, তিনি সেই বুথের তালিকা পাবেন। তিনি অনলাইনেই ‘ডাবল’ ভোটার, মৃত ভোটার, অন্য জায়গায় চলে যাওয়া ভোটারের নাম চিহ্নিত করবেন। সেই তথ্য পৌঁছবে রাজ্য নেতৃত্বের কাছে। রাজ্য নেতৃত্ব বুথওয়াড়ি তা সংগ্রহ করে পৌঁছে দেবেন নির্বাচন কমিশনের কাছে। ফলে, প্রকাশ্যে না-এসেও বিজেপি চাইলেই কাউকে দিয়ে বুথভিত্তিক এই কাজ করিয়ে নিতে পারে। রাজ্য বিজেপির এক দায়িত্বপ্রাপ্ত নেতার মতে, “আমাদের বিএলএ-রা মাঠে নামবেন না, এমনটা নয়। কিন্তু এটা বিকল্প এবং প্রয়োজনীয় কৌশল। যে জায়গায় শারীরিক ভাবে পৌঁছনো সম্ভব নয়, সেখানে এই পদ্ধতিতে কাজ হলে তথ্য পেতে অনেক সুবিধা হবে।”
  • Link to this news (আনন্দবাজার)