• ফের সল্টলেক! ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা চারচাকার, নেমে এসে তাঁকেই মারধর, আটক চালক
    আনন্দবাজার | ১৬ আগস্ট ২০২৫
  • আবার সল্টলেকে দুর্ঘটনা! ডেলিভারি বয়ের স্কুটিতে ধাক্কা দিল চারচাকা গাড়ি। অভিযোগ, দুর্ঘটনার পরে গাড়ি থেকে নেমে এসে ওই ডেলিভারি বয়কেই মারধর করেন গাড়ির চালক। পরে তাঁকে পুলিশ আটক করেছে।

    শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে ধাক্কা মারে গাড়িটি। স্কুটির চালক ছিটকে পড়ে যান এবং চোট পান। সূত্রের খবর, তিনি পেশায় ডেলিভারি বয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এর পর ওই গাড়ির চালকের সঙ্গে আহত যুবকের বচসা শুরু হয়। অভিযোগ, গাড়ি থেকে নেমে এসে যুবককে হেনস্থা করেন চালক। এমনকি, মারধরও করেন। ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে গিয়েছিল।

    পরে স্থানীয়েরা আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারা গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে গিয়েছে। কী ভাবে স্কুটি এবং ওই গাড়ির সংঘর্ষ হল, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এই দুর্ঘটনা, কারও গাফিলতি রয়েছে কি না, দেখা হচ্ছে।

    দু’দিন আগেই সল্টলেকে ৮ নম্বর সেতুর উপর একটি দুর্ঘটনা ঘটেছিল। দাঁড়িয়ে থাকা বাইকে পাশ থেকে এসে ধাক্কা মারে চারচাকার গাড়ি। ওই বাইক আরোহীও ডেলিভারি বয় ছিলেন। গাড়ির ধাক্কায় তিনি রাস্তার ধারের রেলিংয়ের সঙ্গে পিষে যান। তার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেই আগুনে ঝলসে মৃত্যু হয় ডেলিভারি বয়ের। ঘটনার পর স্থানীয়েরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। পরের দিন ঘাতক গাড়ির চালককে হাওড়া থেকে গ্রেফতার করা হয়।
  • Link to this news (আনন্দবাজার)