• সারারাত খোলা থাকবে মন্দির, সমুদ্রের ধারে নয়, জন্মাষ্টমী উপলক্ষে দিঘায় জগন্নাথদেবের কাছেই ভক্তদের ভিড়...
    আজকাল | ১৬ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথমবারের মতো দিঘায় জগন্নাথদেবের মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে শুক্রবার সন্ধে থেকেই শুরু হয়েছিল নানা আচার অনুষ্ঠানের প্রস্তুতি। শনিবার সকাল থেকেই শুরু হয় তার পালন। এদিন ভোরবেলা মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে মঙ্গল আরতির ধ্বনিতে। পূজারিদের নেতৃত্বে শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাদেবীর মঙ্গল স্নান, পূজা–পাঠ ও ভোগ নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এদিনের আনুষ্ঠানিকতা। 

    মন্দির তৈরি হওয়ার পর এবছরই প্রথম জন্মাষ্টমী উৎসব পালন হচ্ছে দিঘায়। শুক্রবার মন্দির কমিটি জানিয়েছিল, শনিবার ভোর থেকেই শুরু হবে শ্রীবিগ্রহের মহাস্থান যাত্রা। পরে হবে শঙ্খধ্বনি, ভজন সন্ধ্যা, গীতা পাঠ ও কৃষ্ণ জন্মের আখ্যান ও অন্যান্য অনুষ্ঠান। সন্ধেয় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ভক্তরা পরিবেশন করবেন কৃষ্ণলীলা, কীর্তন এবং ভাগবত আলোচনা‌। মধ্যরাতে অনুষ্ঠিত হবে মহামঙ্গল আরতি‌। যার জন্য মন্দির প্রাঙ্গণ খোলা থাকবে সারারাত। সেই উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলো, তোড়ন ও ফুলের মালা দিয়ে‌। স্থানীয় শিল্পীরা কাঁচা মাটির প্রদীপ ও ঐতিহ্যবাহী ঝাড়বাতি দিয়ে বিশেষ শোভা বাড়িয়েছেন মন্দিরের ভিতরে ও বাইরে। এদিন দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ প্রসাদ বিতরণ–পায়েস, খিচুড়ি, ফলমূল ও নানারকম মিষ্টি। 

    এদিন সকাল থেকেই ভক্তদের ভিড়ে কানায় কানায় ভরে যায় মন্দির প্রাঙ্গণ। দূর দূরান্ত থেকে আসা বহু ভক্ত সকাল থেকেই দেব দর্শনের জন্য ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। স্থানীয়রা জানিয়েছেন, জগন্নাথদেবের এই মন্দিরের বিশেষ আচার–অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মীয় আবহে ভাসবে সমুদ্রতীরবর্তী এই শহর। স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষ–সকলের কাছেই এই দিনটি আনন্দ ও ভক্তিভাবের এক অনন্য উৎসব। 

    এই উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারণ এই উৎসব চাক্ষুষ করতে বহু পর্যটক দিঘায় এসেছেন। হোটেলগুলি প্রায় সবই ভর্তি। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বর ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী এবং স্বেচ্ছাসেবকের দল। সকলেই আশা করছেন প্রথমবারের এই মহোৎসব দিঘায় ধর্মীয় পর্যটনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

    গত ৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হয় জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়া হয়েছে দিঘার জগন্নাথ মন্দির। ফলে পরিকল্পনা এবং অন্যান্য আবহে পুরীর মতোই করা হয়েছে তাকে। পোশাকি ভাবে নাম ‘জগন্নাথধাম’। সেখানে পুরীর মন্দির চত্বরের মতোই চত্বর গড়ে তোলা হয়েছে। রয়েছে জগন্নাথের মাসির বাড়িও।

    আর সেখানেই প্রথমবারের মতো পালিত হচ্ছে জন্মাষ্টমী। তাই প্রশাসন সতর্ক। পর্যটক থেকে ভক্তদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে। এমনিতেই টানা তিন দিন ছুটি থাকায় দিঘায় ভিড় উপচে পড়েছে। হোটেলগুলিতে তিলধারণের জায়গা নেই। মন্দির চত্বরেও শনিবার সকাল থেকে ভিড় লেগেই রয়েছে। সেই ভিড় সামলাতে যথেষ্ট পরিমাণ পুলিশও মোতায়েন রয়েছে মন্দির চত্বরে। 

     
  • Link to this news (আজকাল)