কেনাকাটায় মিলছে বিশেষ ছাড়, স্বাধীনতা দিবসে জাতীয় পতাকার রঙে সেজে উঠেছে অ্যাক্রোপলিস...
আজকাল | ১৬ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গোটা ভারতবর্ষ মজে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে। বৃহস্পতিবার রাত থেকেই দেশ যখন স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিতে মজে সেই সময় টানা প্রস্তুতি চলেছে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অত্যাধুনিক অ্যাক্রোপলিস মলেও। মল কর্তৃপক্ষ এই দিনটিকে স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে মহাসমারোহ এবং স্বাধীনতা দিবসের থিমের সঙ্গে মিলিয়ে বিভিন্ন সাজসজ্জায়। যে ভাবনায় রয়েছে অপারেশন সিঁদুরও। মল কর্তৃপক্ষের তরফে সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, অ্যাক্রোপলিস মলে স্বাধীনতার চেতনা উদযাপন করুন এবং সম্প্রতি অনুষ্ঠিত অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেবকে শ্রদ্ধা জানান।
জানা গিয়েছে, মলের মধ্যেই অ্যাট্রিয়ামটি এই অপারেশনগুলির মহান প্রদর্শনীর মাধ্যমে প্রাণবন্ত হয়ে উঠবে। সেখানে দেশের বীর সৈনিকদের সম্মান জানানো হবে স্বাধীনতা দিবসের দিনে। পাশাপাশি, অ্যাক্রোপলিস মলের তরফে দেশের সার্বভৌমত্বে জনগণের অটুট বিশ্বাস এবং দেশের সীমানা রক্ষাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর অদম্য চেতনা ও সাহসিকতাকে অভিবাদন জানানো হয়েছে। ভারতের জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হয়েছে গোটা মলকে। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অ্যাক্রোপলিসে বিশেষ ইনস্টলেশনগুলি সমস্ত সাধারণ মানুষের মধ্যেই গভীর গর্ববোধ এবং দেশপ্রেম জাগিয়ে তুলবে এমনটাই জানাচ্ছে মল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত থেকেই অ্যাক্রোপলিসে মল ৭৯তম স্বাধীনতা দিবসে দেশের জাতীয় পতাকা উত্তোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। মলের নিরাপত্তা বাহিনী স্বাধীনতা দিবসে প্যারেড প্রদর্শন করে। একই সময়ে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলির তরফে স্বাধীনতা দিবসে বিশাল ছাড় দেওয়া হয়েছে। যা সপ্তাহব্যাপী চলবে বলে জানা গিয়েছে।
মার্লিন গ্রুপের কর্পোরেট জেনারেল ম্যানেজার, রিটেইল অ্যান্ড হসপিটালিটি, শুভদীপ বসু বলেন, ‘প্রতি বছরের মতো স্বাধীনতা দিবসের থিমযুক্ত সাজসজ্জা এবং উদযাপনের মাধ্যমে অ্যাক্রোপলিস মলে স্বাধীনতার প্রকৃত চেতনা উদযাপন করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের অ্যাট্রিয়ামে অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের উপস্থিতির সঙ্গে আমরা আমাদের ক্রেতাদের একটি নিমগ্ন অভিজ্ঞতা প্রদান করার আশা রাখছি। এই বিশেষ থিমে আমাদের বীর সৈনিকদের সম্মান জানানো হয়েছে। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে আনন্দদায়ক কেনাকাটার পরিবেশ তৈরি করা হয়েছে মলে। অ্যাক্রোপলিস মল গত কয়েক বছরে সীমাহীন কেনাকাটা এবং বিনোদনের সঙ্গে পারিবারিক বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে নিজেকে রূপান্তরিত করেছে। আমরা আগামী বছরগুলিতেও দর্শকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করার আশা রাখছি’।