• বয়ফ্রেন্ডের সঙ্গে টানাপোড়েন? নার্সিংহোমের মালিকের নির্যাতন? সিঙ্গুরের নার্সের মৃত্যু-রহস্য
    আজ তক | ১৬ আগস্ট ২০২৫
  • সিঙ্গুরে নার্সিংহোমের মধ্যে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা ঘিরে রহস্য আরও ঘণীভূত হচ্ছে। ইতিমধ্যেই পরিবারের দাবি মেনে কল্যাণী AIIMS-এ তরুণীর ময়নাতদন্ত হচ্ছ। তার মাঝেই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা এই ২৪ বছর বয়সী নার্সের সম্পর্ক ছিল এগরার এক যুবকের সঙ্গে। প্রেমিকের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছিল তাঁর। সবেমাত্র ৪ দিন আগে হাসপাতালে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমিকের সঙ্গে বচসার জন্য কাজে বিঘ্ন ঘটছিল নার্সের। এর মাঝে একদিন প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য নার্সিংহোম থেকে কাজের মাঝেই বেরিয়ে যান তিনি। যা নিয়ে কর্তৃপক্ষের রোষের মুখেও পড়েন। তারপরই গত বুধবার নার্সিংহোমের একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

    এই রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল নার্সিংহোমের মালিক সুবীর ঘোড়া এবং নার্সের প্রেমিক রাধাগোবিন্দ ঘটক। এই ব্যক্তি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানসিক নির্যাতন করেছেন বলেও অভিযোগ উঠেছে। সে কারণেই মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সম্প্রতি। এর মাঝেই নার্সিংহোমের মালিকের সঙ্গে তাঁর বচসা এবং তাঁর প্রতি খারাপ আচরণও পুলিশের স্ক্যানারে রয়েছে। 

    অন্যদিকে, পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করা হয়েছে। নার্সিংহোমের মালিকের বিরুদ্ধেই খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁরা। 

    নন্দীগ্রামের বাসিন্দা এই নার্স বেঙ্গালুরু থেকে নার্সিং পাশ করে রাজ্যে ফিরে অভিজ্ঞতা বাড়ানোর জন্য সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকায় শিবম সেবাসদন নার্সিংহোমে প্রশিক্ষণ প্রাপ্ত নার্স হিসাবে চাকরিতে যোগ দেন। 

     
  • Link to this news (আজ তক)