সম্প্রসারিত হল হাওড়া-ভাগলপুর বন্দে ভারতের রুট, নয়া গন্তব্য কতদূর? জানুন
বর্তমান | ১৬ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার থেকেই হাওড়া রুটে চালু বন্দে ভারত এক্সপ্রেসের গন্তব্য হল আরও দীর্ঘায়িত। হাওড়া-ভাগলপুর বন্দে ভারত ট্রেনটি ছুটবে জামালপুর পর্যন্ত। এদিন দুপুর ৩টে ৩০ মিনিটে জামালপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় এই সেমি হাইস্পিড ট্রেনটি।রেলসূত্রে খবর, ভাগলপুর থেকে হাওড়া রুটে মোট ৪৪১ কিমি রাস্তা এই ট্রেনটি অতিক্রম করবে মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিটে। ফলে এটি হয়ে উঠছে ওই রুটের দ্রুতগামী ট্রেনগুলির মধ্যে অন্যতম।রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২৩১০/২২৩০৯ নম্বরের এই ট্রেনটি শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে। জামালপুর এবং হাওড়ার মধ্যে ট্রেনটি থামবে ভগলপুর, বরাহাট, মন্দারহিল, ননীহাট, হাঁসডিহা, রামপুরহাট, দুমকা ও শান্তিনিকেতন স্টেশনে।জামালপুর থেকে বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে বিকেল ৩:৩০ মিনিটে। সেটি হাওড়া এসে পৌঁছবে রাত ১০:০৫ মিনিটে পৌঁছাবে। ফিরতি পথে, হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেস (২২৩০৯) হাওড়া থেকে সকাল ৭:৪৫ মিনিটে ছেড়ে জামালপুরে পৌঁছাবে দুপুর ২:১৫ মিনিটে।