• তমলুকে বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সমিতির সভাপতি
    দৈনিক স্টেটসম্যান | ১৬ আগস্ট ২০২৫
  • পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে বড় ভাঙন বিজেপিতে। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বর্তমান সভাপতি সংগীতা আদক মাইতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর এই দলবদলের ফলে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

    ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার ২৫টি ব্লকের মধ্যে চারটি ব্লক বিজেপির দখলে চলে গিয়েছিল। এর মধ্যে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ছিল অন্যতম, যেখানে ৩০টি আসনের মধ্যে বিজেপি ১৬টি, তৃণমূল ১৩টি এবং সিপিআইএম একটি আসন দখল করেছিল। তবে দীর্ঘ দুই বছর পর সংগীতা আদক মাইতির তৃণমূলে যোগদান রাজনৈতিক মোড়ে নতুন আলো ফেলেছে।

    তমলুকের নিমতৌড়িতে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায়, সভাধিপতি উত্তম বারিক, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ। সংগীতাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়।

    সংগীতা আদক মাইতি তাঁর দলবদল সম্পর্কে বলেন, ‘বিজেপিতে কাজ করা সম্ভব হচ্ছিল না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় মন্তব্য করেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসবে।’

    বিজেপির পক্ষ থেকে অবশ্য সংগীতা আদক মাইটির দলবদলকে ‘প্রলোভনে দল পরিবর্তন’ বলে অভিহিত করা হয়েছে। বিজেপির মতে, তিনি দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই তাঁর মন তৃণমূলের দিকে চলে গিয়েছিল। তবে, এই পরিবর্তনের ফলে গেরুয়া শিবিরের কোনও ক্ষতি হবে না। মানুষ তার বিচারে সিদ্ধান্ত নেবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)