পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে বোমা ও বারুদ সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুবীর মাইতি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে বোমা তৈরির মশলা নিয়ে যাওয়ার পথে ভূপতিনগর থানা এলাকায় ধরা পড়েন তিনি। ধৃতের কাছ থেকে প্রায় ৩৫ কেজি বারুদ ও মশলা উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, সুবীর তৃণমূল কংগ্রেসের একজন কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভূপতিনগর-২ ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের কমলনয়নবাড় গ্রামে দশকর্মার দোকান চালান সুবীর। অভিযোগ, দশকর্মার দোকানের আড়লে ওই তৃণমূল নেতা বোমা তৈরির মশলা গোপনে বিভিন্ন বোমা এবং বাজি তৈরির কারখানায় (অবৈধ) সরবরাহ করতেন।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। সেই সময় হাতেনাতে ধরা হয় সুবীর মাইতিকে। অবৈধ বাজি তৈরিতে রাশ টানার লক্ষ্যে দিন দশেক ধরে তা ভূপতিনগরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ।
তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার মুখপাত্র অপরেশ সাঁতরা বলেন, ‘কেউ বেআইনি কাজ করলে আইন মোতাবেক তাঁর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। তবে ঠিক কী ঘটেছে, আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ প্রসঙ্গত, ২০২২ সালের ২ ডিসেম্বর রাত ১১টা নাগাদ নায়ড়াবিলা গ্রামে তৃণমূলের বুধ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছিল।