স্বাধীনতা দিবসে একগুচ্ছ কর্মসূচি ন্যাশনাল জুট বোর্ডের
দৈনিক স্টেটসম্যান | ১৬ আগস্ট ২০২৫
ন্যাশনাল জুট বোর্ডের তত্ত্বাবধানে, জুট কমিশনারের অফিস এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায়, ৭৯-তম স্বাধীনতা দিবস পালিত হল। ভারতের সার্বভৌমত্বকে স্মরণ ও উদযাপনের জন্য বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পাট থেকে উৎপাদিত পণ্যের প্রচারের জন্য জুকো (৭০ শতাংশ জুট এবং ৩০ শতাংশ কটন দিয়ে তৈরি ফেব্রিক)-র তৈরি ৩০০টি পতাকা ভারতের নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়।
পাটসান ভবনের চারপাশে পথ তৈরি করার জন্য অমলতাস, অর্জুন, অশোক, চাটিম, গুলমোহর, কদম, নিম, সপ্তপর্ণি ইত্যাদির মতো ভারতীয় জাতের ৭৯টি চারা রোপণ করা হয়। একটি তিরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়েছিল, যেখানে বিভিন্ন সংস্থার আধিকারিক ও কর্মীদের পাশাপাশি নিউ টাউনের বাসিন্দারা স্বাধীনতা, সাহস এবং জাতীয়তাবাদের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
পাটসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন ন্যাশনাল জুট বোর্ডের সচিব এবং জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি শশীভূষণ সিং এবং জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, অতিথি, আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের থিমের উপর একটি কুইজ প্রতিযোগিতা এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।