• ৫০০০০ টাকা চাঁদা! বেলঘরিয়ায় জুলুমবাজি, প্রতিবাদীকে মারধর, মাথায় ইটের আঘাত...
    ২৪ ঘন্টা | ১৬ আগস্ট ২০২৫
  • বিক্রম দাস: বেলঘরিয়ায় চাঁদার জুলুমবাজি, প্রতিবাদীকে মারধর! রাতের অন্ধকারে প্রতিবাদী যুবকের উপর চড়াও। যুবকের মাথায় ইটের আঘাত, হাসপাতালে ভর্তি। আক্রান্ত ২২ বছরের আদিত্য মোহন্তী। কামারহাটির ২৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিসের। পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি, মারধর। পুলিস সূত্রের দাবি, দুই গোষ্ঠীর পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, এলাকায় কালীপুজোকে কেন্দ্র করে গতবছর থেকেই দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। গতবছর কালীপুজোর আগে যারা অভিযোগকারীর ভূমিকায় ছিলেন, তারাই এবারের ঘটনায় অভিযুক্ত। আর শুক্রবার যাঁরা পাল্টা অভিযোগ তুলেছেন, তাঁরা আসলে গতবছরের অভিযুক্ত দলের সদস্য। গতবছর যারা অভিযুক্ত ছিলেন, তাঁদের মধ্যেই একজনকে এবার মারধর করা হয়েছে এবং তিনি এখন ভিকটিম।

    যদিও ভিকটিমের পরিবারের দাবি, চাঁদা তোলার বিরুদ্ধে প্রতিবাদ করাতেই ওই যুবককে মারধর করা হয়েছে। অভিযোগ, পঞ্চাশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে। আদিত্য মোহন্তীর মায়ের অভিযোগ, রাতের বেলা কাজ থেকে বাড়ি ফিরছিল আদিত্য, সেই সময় মাকে ফোন করে বলে গেট খুলে রাখার জন্য, নিজের এলাকা ২৫ নম্বর ওয়ার্ড অঞ্চলে ঢোকামাত্রই শুরু হয় আদিত্যের উপর দুষ্কৃতি হামলা, বাইক থেকে নামিয়ে আদিত্যকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা, ইট দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করতে থাকে দুষ্কৃতীরা। এলাকায় অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে। 

  • Link to this news (২৪ ঘন্টা)