• কামারহাটিতে চাঁদার জুলুমবাজি! মেরে যুবকের মুখ ‘থেঁতলে’ দিল দুষ্কৃতীরা
    প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৫
  • অর্ণব দাস, বারাকপুর: ফের অশান্ত কামারহাটি! গণেশ চতুর্থীর চাঁদা নিয়ে জুলুমবাজি। দাবি না মানায় যুবকের উপর চড়াও একদল দুষ্কৃতী। বেধড়ক মারধর, ইটের আঘাতে মুখ থেঁতলে দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় যুবককে সাগর দত্ত মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পাখির খাচা অঞ্চলের ঘটনা।

    আক্রান্ত যুবকের নাম আদিত্য মোহন্তী। বয়স ২২ বছর। তিনি কামরহাটির ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবার জানিয়েছে, রাতে যুবক বাড়ি ফিরছিলেন, এলাকায় ঢোকা মাত্রই কয়েকজন চাঁদা চান। তা দিতে অস্বীকার করায়, তাঁকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, আদিত্যের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন দুষ্কৃতীরা। তা দিতে অস্বীকার করলে আদিত্যকে বাইক থেকে নামিয়ে দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরিবারের দাবি, ইট দিয়ে মাথায় ক্রমাগত আঘাত করা হয়। তারপর মাথা নর্দমার ভেতর ঢুকিয়ে দেয় অভিযুক্তরা। চিৎকার শুনে ছুটে যান আদিত্যের মা। তিনি চিৎকার করেন। তারপরই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

    সৌরভ, সায়ন, ওম, অগ্নিভোগ, দেবপ্রিয়, তন্ময় নামের কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত যুবকের মা। তিনি বলেন, “ছেলের কাছে ওরা ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে। ওত টাকা দিতে পারবে না বলে জানায় ছেলে। তারপরই ওকে বেধড়ক মারধর করে রোহিত, সৌরভ, সায়ন, ওম, অগ্নিভোগ,দেবপ্রিয়, তন্ময়রা। তাছাড়া এরা এলাকায় মদ, গাঁজা খায় ওরা। অসামাজিক কাজ করে।”

    স্থানীয়রাও এই অভিযোগ তুলে সরব হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এই দুষ্কৃতীরা অঞ্চলে মদ্যপান করে। পুজো আসলেই চলে চাঁদার জুলুমবাজি শুরু হয়। দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেও কোনও সুফল হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)