সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্ঘটনা সল্টলেকে। চার চাকার গাড়ির ধাক্কা ডেলিভারি বয়ের স্কুটিতে। ঘটনায় আহত ওই ডেলিভারি বয়। শুধু তাই নয়, ঘটনার পরে ওই ডেলিভারি বয়কে অভিযুক্ত গাড়ি চালক বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ইতিমধ্যে অভিযুক্ত চালককে আটক করেছে বিধাননগর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটে সল্টলেক সিটি সেন্টারের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটিতে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি। একেবারে ছিটকে পড়েন স্কুটির চালক। ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে খবর, আহত ওই যুবক এক ডেলিভারি সংস্থার কর্মী। প্রত্যক্ষদর্শীদের কথায়, ঘটনার পরেই অভিযুক্ত চালক গাড়ি থেকে নেমে ওই ডেলিভারি বয়কে বেধড়ক মারধর শুরু করে। নানাভাবে হেনস্তাও করে বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় লোকজন। এলাকার মানুষজনই আহত ওই ডেলিভারি বয়কে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে ঘটনার খবর ঘটনাস্থলে যায় পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যে অভিযুক্ত গাড়ির চালকে আটক করা হয়েছে। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকী দুর্ঘটনার কারণ খুঁজতে সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেও সল্টলেক ৮ নম্বর ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটে। মর্মান্তিক মৃত্যু হয় এক ডেলিভারি যুবকের। যা নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশকে লক্ষ্য চলে ব্যাপক ইটবৃষ্টি। পালটা কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনা সল্টলেকে। প্রশ্নের মুখে পুলিশের নজরদারি।