• শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, অবরুদ্ধ জিটি রোড, নামল র‌্যাফ
    এই সময় | ১৬ আগস্ট ২০২৫
  • এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ায়। শুক্রবার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল শিশুটি। শনিবার সকালে শিশুটির মৃত্যু হয়। অন্যদিকে অভিযুক্ত চালককে আটক করা হলেও আজ সকালে চালককে ছেড়ে দেওয়া হয় বলে দাবি শিশুটির পরিবারের লোকজনের। এর প্রতিবাদে শনিবার বিকেলে মল্লিক ফটকের কাছে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ।

    জানা গিয়েছে, শুক্রবার শালিমার ৫ নং গেট বালিঘাটের কাছে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় শিশুটি। রাস্তার পাশেই শিশুটিকে খেলছিল। একটি স্কুটি এসে শিশুটিকে ধাক্কা মেরে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনার পরেই সেখান থেকে পালিয়ে যায় স্কুটি চালক। শিশুটিকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। 

    স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই স্কুটি চালক কাছেপিঠেই থাকেন। তাঁকে চিহ্নিত করে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ অভিযুক্ত যুবকটিকে আটক করলেও আজ, শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে আজ সকালেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় শিশুটির। পুলিশ ময়নাতদন্তের জন্য শিশুটির দেহ নিয়ে যাওয়ার সময়ে বিক্ষিভ দেখান পরিবারের লোকজন ও স্থানীয় কিছু বাসিন্দা। এর পরেই জিটি রোড অবরোধ করেন ক্ষুব্ধ বাসিন্দারা। অন্যদিকে পুলিশের দাবি, ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতে তোলা হলে তাঁকে জামিন দেওয়া হয়েছে। 

  • Link to this news (এই সময়)