• প্রিন্সেপ ঘাট স্টেশনের প্ল্যাটফর্মে রক্তাক্ত দেহ, কলকাতার বুকে ভয়াবহ ‘খুন’
    এই সময় | ১৭ আগস্ট ২০২৫
  • কলকাতার বুকে ভয়াবহ রহস্যমৃত্যু। ভরসন্ধেয় প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে মিলল যুবকের দেহ। সূত্রের খবর, এক যুবক শুয়ে রয়েছেন দেখে প্রথমে ডাকাডাকি করা হয়, পরে টের পাওয়া যায় ওই যুবক মৃত। স্থানীয়দের দাবি, রেল পুলিশই প্রথম ওই যুবকের দেহ দেখতে পায়। যে সময়ে ওই দেহ দেখা গিয়েছে, সেই সময়ে তার আশেপাশে কেউ ছিলেন না।

    প্ল্যাটফর্মে যেখানে দেহ মিলেছে, সেখানে রক্ত পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে সূত্রের খবর। যদিও ওই রক্ত এই যুবকেরই কি না তা এখনও স্পষ্ট নয়। ওই যুবক কী ভাবে রক্তাক্ত হলেন, সেটা এখনও স্পষ্ট নয়। দেহের পাশে ঘড়ি, মানিব্যাগ ও কাঁচি পাওয়া গিয়েছে।

    যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, ওই যুবককে খুন করা হয়েছে। অন্যত্র খুন করে এখানে দেহ ফেলা হয়েছে নাকি প্ল্যাটফর্মেই খুন করা হয়েছে, তাও স্পষ্ট করেনি পুলিশ। স্টেশন লাগোয়া এলাকায় থাকা সিসিটিভিগুলির ফুটেজ খতিয়ে দেখা হবে বলে রেল পুলিশ সূত্রের খবর। উদ্ধার হওয়া দেহ ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

  • Link to this news (এই সময়)