• নিউ ব্যারাকপুর বিসি রায় হাসপাতালে চালু হলো বার্ন ইউনিট, মিলবে একগুচ্ছ অত্যাধুনিক পরিষেবা
    এই সময় | ১৭ আগস্ট ২০২৫
  • নিউ ব্যারাকপুরের ডাক্তার বিসি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে একগুচ্ছ নতুন পরিষেবার সূচনা হলো। এ বার থেকে পুরসভা পরিচালিত এই স্বাস্থ্যকেন্দ্রে কার্যত সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা মিলবে। চালু হয়েছে বার্ন ইউনিটও, যা খুব কম হাসপাতালেই থাকে। শনিবার থেকে একেবারে নতুন ভাবে ডাক্তার বিসি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদন। দারুণ খুশি এলাকার লোকজনও।

    নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে এই হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনা জেলার একটা অংশের কাছেই নিউ ব্যারাকপুরের এই হাসপাতালের ভূমিকা অপরিসীম।

    সেখানেই এ বার থেকে ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা-সহ আইসিসিইউ, এইচডিইউ, ফেকো মেশিনে স্বল্প খরচে চোখের অপারেশন, পেসমেকার বসানোর ব্যবস্থা, নিউরো সার্জারি, অস্থি প্রতিস্থাপন, ইকোকার্ডিওগ্রাফ, কালার ডপলার আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা থাকছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো এখানে চালু হলো বার্ন ইউনিট ও আইসোলেশন সেন্টার।

    এ ছাড়াও মহিলা ও পুরুষদের জন্য এসি কেবিনও থাকবে। হাসপাতালে থাকবে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও। সুপার প্রাপ্তি মিত্র বলেন, ‘এমার্জেন্সি তো খুলেই গিয়েছে ইতিমধ্যে। আজ যা যা উদ্বোধন হলো আগামী ১৫ দিনের মধ্যে পুরোদমে চালু হয়ে যাবে। আগামিদিনে আরও পরিকল্পনা রয়েছে আমাদের। ডায়ালিসিস ইউনিট, সিটি স্ক্যান, এমআরআই, ক্যাথল্যাব, ডে কেয়ার কেমো ইউনিট চালু করব।’

  • Link to this news (এই সময়)