• সাময়িকভাবে বন্ধ রাখার নোটিশ বাতিল, স্বাভাবিক ভাবেই যান চলাচল করবে বিদ্যাসাগর সেতুতে, জানাল পুলিশ...
    আজকাল | ১৭ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিশেষ কিছু কাজের জন্য ২৪ ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যাসাগর সেতু। এক বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছিল পুলিশের তরফে। তবে শনিবার ফের এক নতুন বিবৃতি দিয়ে জানানো হয়, দ্বিতীয় হুগলি সেতুর ২৪ ঘণ্টা সময়কালের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার পূর্বঘোষিত পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। হাওড়া সিটি পুলিশ ও HRBC (Hooghly River Bridge Commissioners) কর্তৃপক্ষ যৌথভাবে এদিন জানিয়েছে যে, অভ্যন্তরীণ কিছু জরুরি কারণে এই কাজটি নির্ধারিত সময়ে আর সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। প্রসঙ্গত, ১৬ আগস্ট রাত ৯টা থেকে ১৭ আগস্ট রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ রেখে, কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে দুটি স্থানে স্টিল পোর্টাল বিম বসানো এবং বিদ্যাসাগর সেতুর গুরুত্বপূর্ণ মেরামত ও পুনর্বাসনের কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল।

    এই প্রকল্পের আওতায় স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিংস প্রতিস্থাপনের কাজও অন্তর্ভুক্ত ছিল। এই প্রকল্পের জন্য পূর্বে এক বিজ্ঞপ্তি জারি করেছিল পুলিশ। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাবতীয় ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং বিকল্প রাস্তার ব্যবস্থা নেওয়া হচ্ছিল। সেই পরিস্থিতিতে শনিবার HRBC এবং হাওড়া সিটি পুলিশ জানিয়েছে যে, তাদের নিজস্ব প্রয়োজনে এবং যৌথ অভ্যন্তরীণ অগ্রাধিকারজনিত কারণে নির্ধারিত সময়ে এই প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ফলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটিও বাতিল বলে গণ্য করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে সুবিধাজনক সময়ে নতুন করে কাজের সময়সূচি নির্ধারণ করে তা পুনরায় জানিয়ে দেওয়া হবে। যাত্রী সাধারণ এবং যানবাহন চালকদের কোনও ধরনের বিভ্রান্তি না হওয়ার জন্য এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

    বিবৃতিতে পুলিশের তরফে জানানো হয়েছে, ‘দ্বিতীয় হুগলি সেতু ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সরকারি বিজ্ঞপ্তি শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। হাওড়া সিটি পুলিশ ও হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের (এইচআরবিসি) অভ্যন্তরীণ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের ঘোষণায় বলা হয়েছিল, ১৬ আগস্ট রাত ৯টা থেকে ১৭ আগস্ট রাত ৯টা পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে। এই সময়ে সাঁতরাগাছি বাস টার্মিনাস সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়েতে দুটি জায়গায় স্টিল পোর্টাল বিম বসানো এবং বিদ্যাসাগর সেতুর মেরামত ও সংস্কার কাজ (স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বেয়ারিং বদলানোসহ) করার পরিকল্পনা ছিল। কিন্তু অভ্যন্তরীণ কারণে নির্ধারিত সময়ে এই 'কাজ সম্ভব নয়। সেই কারণে গত নোটিশের বিবৃতি বাতিল করা হয়েছে’। ফলে, দ্বিতীয় হুগলি সেতু নির্ধারিত সময়ে বন্ধ থাকবে না এবং যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (আজকাল)