নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জাল বন্ড বানিয়ে হিমঘরে থাকা আলু বিক্রির অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, শনিবার উত্তেজনা ছড়াল জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। এই নিয়ে হিমঘর কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে না চাইলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য ফিরোদা বেগম বলেন, একই বন্ড দুই নামে। খোঁজ নিয়ে জানা গিয়েছে, এক ব্যক্তি জাল বন্ড বানিয়ে আলু বিক্রি করেছেন। এদিন তাকে এলাকার লোকজন ধরে আটকে রাখেন। পরে পুলিস আসে।অভিযোগ, রাজগঞ্জের কুকুরজানে এক ব্যক্তি জাল বন্ড বানিয়ে একশো প্যাকেট আলু বিক্রি করেন। দুদিন আগে কিছু টাকা নিয়ে তড়িঘড়ি চলে যান। পরে বাকি টাকা নেবেন বলে জানান। এদিকে, যার আসল বন্ড রয়েছে, তিনি এদিন আলু বিক্রি করতে এসে দেখেন, তাঁর বন্ডের আলু নেই। তা আগেই বিক্রি হয়ে গিয়েছে। এরপরই বিষয়টি জানাজানি হয়। বন্ড জাল করে যে ব্যক্তির বিরুদ্ধে আলু বিক্রির অভিযোগ, তাকে বাকি টাকা নেওয়ার নাম করে ডেকে আনা হয়। এরপর ওই ব্যক্তি আসতেই তাকে আটকে রাখেন এলাকার বাসিন্দা।