• বনধ না মানলে মৃত্যুদণ্ড! মাওবাদীদের নামে পোস্টার বাঁকুড়ায়
    দৈনিক স্টেটসম্যান | ১৭ আগস্ট ২০২৫
  • ‘বনধ না মানলে মৃত্যুদণ্ড দেওয়া হবে’, এই হুমকি লেখা পোস্টারকে কেন্দ্র করে ফের একবার চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায়। শনিবার সকালে তালডাংরার পাঁচমুড়া কলেজ মোড় সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে লাল কালি দিয়ে লেখা মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

    এই পোস্টারে ১৬ আগস্ট বাংলা বনধের ডাক দেওয়া হয়, যা মাওবাদীদের তরফে এসেছে বলে দাবি করা হয়েছে। যদিও এলাকার কোথাও এই বনধের কোনও প্রভাবই পড়েনি। দোকানপাট খোলা, যানবাহন চলাচল স্বাভাবিক। জনজীবনে কোনও ব্যাঘাত ঘটেনি।

    প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের সকালেও তালডাংরা থানার রুকনি খালের কাছে একই ধরনের একটি পোস্টার উদ্ধার হয়েছিল। সেই পোস্টারে মাওবাদী নেতা কিষেণজি ও সিধুর মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি, আদিবাসীদের জমির পাট্টা প্রদান ও মাওবাদী নেতা প্রশান্ত বোস এবং বিকাশের মুক্তির দাবি তোলা হয়েছিল।

    একই লেখা ও ভাষার আরও একটি পোস্টার উদ্ধার হওয়ায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। শনিবার সকালে নতুন পোস্টার উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পোস্টারটি খুলে নেয় পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান, এই পোস্টারগুলির পেছনে প্রকৃত মাওবাদী সংগঠনের কোনও হাত নেই। পুলিশের একাংশের মতে, স্থানীয় কেউ বা কারা পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই পোস্টার লাগিয়েছে।

    এলাকার এক বাসিন্দা বলেন, ‘আমার এখানে দোকান রয়েছে। সকালে হইচই শুনে গিয়ে দেখি মাওবাদীদের নামে পোস্টার লাগানো। এর আগে এই এলাকায় কখনও এমন কিছু দেখিনি। বনধের কোনও প্রভাব নেই। দোকানপাট সব খোলা, গাড়িও চলছে। কোনও ভয়ও লাগছে না।’ তালডাংরা সহ বাঁকুড়ার বিভিন্ন অংশে অতিরিক্ত নজরদারির পাশাপাশি গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)