পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকের দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক আধিকারিকের ‘নিখোঁজ’ হওয়ার গুজব ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। ব্লকের জয়েন্ট বিডিও রিমা পাত্র এবং পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার (পিডিও) রমাচন্দ্র মাঝির ‘অনুপস্থিতি’ ঘিরে গত শুক্রবার থানায় নিখোঁজ ডায়েরি করেন বিডিও বিধানচন্দ্র বিশ্বাস। যদিও পরে জানা যায়, তাঁরা আদৌ নিখোঁজ ছিলেন না।
ঘটনার সূত্রপাত ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন। ব্লক অফিসে পতাকা উত্তোলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রিমা পাত্র এবং রমাচন্দ্র মাঝি। ওই দিনই বিডিও থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জেলা শাসক এবং রাজ্য পঞ্চায়েত দপ্তরকে জানানো হয়। ঘটনাটি জানাজানি হতেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে শনিবার, জয়েন্ট বিডিও রিমা পাত্র এক সংবাদমাধ্যমে জানান, তিনি নিখোঁজ ছিলেন না। তাঁর কথায়, ‘আমি সম্পূর্ণ সুস্থ ও সুরক্ষিত। ফোন খোলা ছিল, কারও সঙ্গে যোগাযোগে কোনও অসুবিধা হয়নি। বিডিও কেন এমন অভিযোগ দায়ের করলেন, তা আমার বোধগম্য নয়।’ তিনি আরও জানান, অভিযোগ দায়েরের আগের দিনই তাঁর বিডিওর সঙ্গে কথা হয়েছিল।
পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। বিডিও বিধানচন্দ্র বিশ্বাস জানান, ‘সব মিটে গিয়েছে। আমি অভিযোগ তুলে নিয়েছি।’ ফলে এই ঘটনার অবসান ঘটে প্রশাসনিক স্তরে। যদিও কী কারণে এই বিভ্রান্তি তৈরি হল, সেই বিষয়ে কোনও পক্ষই বিস্তারিত কিছু জানায়নি। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে দু’জন আধিকারিকের নিরাপদে থাকার খবরে স্বস্তিতে পটাশপুর-১ ব্লক প্রশাসন ও এলাকার মানুষ।